অনলাইন

ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ, শিমুলিয়ায় উপচেপড়া ভিড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

১৬ মে ২০২১, রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন

ঈদের তৃতীয় দিন আজ। ঈদ শেষ হলেও ঘরে ফেরা শেষ হয়নি দক্ষিণাঞ্চলের মানুষের। রোববার (১৫ই মে) সকাল থেকে ফেরি ঘরমুখো মানুষের প্রচুর ভিড় রয়েছে। শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই হয়ে ফেরিগুলো শিবচরের বাংলাবাজার ঘাটে এসে ভিড়ছে। যাত্রীদের পাশাপাশি ফেরিতে হালকা যানবাহনও দেখা যাচ্ছে। তবে ঢাকামুখী যাত্রীদের ভিড় এখনো তেমন শুরু হয়নি। বাংলাবাজার থেকে অনেকটাই কম পরিমাণ যাত্রী নিয়েই ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নৌরুটে সবগুলো ফেরি চলমান রয়েছে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিনেও শিমুলিয়া ঘাটে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। যারা ঈদের আগে বাড়ির ফিরতে পারেন নি তারা এখন বাড়ি ফিরছেন। বাড়ি ফেরাদের সংখ্যা এখনো প্রচুর। প্রত্যেকটি ফেরিতেই প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে। একই সাথে হালকা পরিবহনও রয়েছে ফেরিতে। এর আগে গত বুধবার ফেরিতে প্রচ- ভিড়ে গরমের কারনে পাঁচ যাত্রীর মৃত্যু হয়। এর পর থেকেই অধিক পরিমাণে যাত্রী উঠানোর দিকে ফেরি কর্তৃপক্ষের কড়া নজর রয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে ফেরির সংখ্যাও। তারপরও ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে।

মিরাজুল ইসলাম নামের টেকেরহাট এলাকার এক যাত্রী বলেন, 'ঈদের আগে বাড়ি যেতে পারি নি। তাই আজকে যাচ্ছি। ভেবেছিলাম ফেরিতে ভিড় কম হবে। কিন্তু দৃশ্য উল্টো। আজও প্রচুর ভিড় রয়েছে।'
আহসান হাবীব বলেন, 'গত বুধবার ফেরিতে ভিড়ের চাপে ৫ জনের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরা বন্ধ করেছি। ঈদের পরে ভিড় কম হবে ভেবে আজ রওনা দিয়েছি। কিন্তু ভিড় রয়েছে। অনেক যাত্রীই ঈদের আগে বাড়ি ফিরতে পারেনি। আজ তারা যাচ্ছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ফেরিঘাটের সবগুলো ঘাট চালু থাকায় শিমুলিয়া থেকে একযোগে তিন/চারটি ফেরি যাত্রী ও হালকা পরিবহন নিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। বাংলাবাজার ঘাটে যাত্রী নামিয়ে দিয়েই ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। তবে ঢাকায় ফেরার চাপ এখনো বাড়েনি। রবিবার ভোর থেকে ঢাকাগামী চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ঘাটের একাধিক সূত্র জানিয়েছে। বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এখনো ঢাকাগামী যাত্রীদের ভিড় আছে ফেরিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status