বাংলারজমিন

ঈশ্বরদীতে শতাধিক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৬ মে ২০২১, রবিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে পাঁচটি মোড়ে পুলিশের তল্লাশি চৌকি বসিয়ে অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার মাত্র চার ঘণ্টার অভিযানে ৪৩টি যানবাহনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া অতিরিক্ত আরোহী ও হেলমেট ব্যবহার না করার অপরাধে ৯৪টি মামলা করা হয়েছে।

দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ঈশ্বরদী থানা ও ট্রাফিক পুলিশের অধীনে শহরের পাঁচটি মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালিত হয়েছে সদরের থানা পাড়া, পোষ্ট অফিস মোড়, আলহাজ্বমোড়, পাকশী ইউনিয়নের রূপপুর মোড় ও লালন শাহ সেতুর পাকশী অংশের টোল প্লাজা এলাকা মোড়ে।

সরজমিনে দেখা যায়, পাঁচটি মোড়েই পাঁচ–ছয় সদস্যের পুলিশের একটি দল তল্লাশি চৌকি বসিয়ে দায়িত্ব পালন করছেন। তল্লাশি চৌকিগুলোর দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সড়কে চলাচল করা মাস্ক বিহীন মোটরসাইকেল, নম্বরবিহীন যানবাহন ও মোটরসাইকেল আটকাচ্ছেন। সেই সঙ্গে মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেটবিহীন আরোহীদের আটকিয়ে মোটরযান আইনে মামলা দেয়া হচ্ছে। এ ছাড়া মোড়গুলোতে নিরাপদভাবে সড়কে চলাচল করতে মাইকিং করতে দেখা যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি তল্লাশিচৌকির মাধ্যমে নম্বরবিহীন যানবাহন, নিষিদ্ধঘোষিত যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেলচালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এর পাশাপাশি শহরের বাসিন্দা ও পথচারীদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। ঈদ পরবর্তী সময়েও এই অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status