কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কঠোর লকডাউন, রাস্তায় রাস্তায় নাকা চেকিং, বাজারে পুলিশ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৬ মে ২০২১, রবিবার, ১০:১৬ পূর্বাহ্ন

রবিবার সকাল ছটা থেকে বাংলা জুড়ে পূর্ণ লকডাউন শুরু হয়ে গেল। এবারের এই দ্বিতীয় পর্যায়ের লকডাউন যে প্রথম পর্বের থেকে কড়া, তা মালুম পেলাম রবিবার লকডাউনে কলকাতার রাস্তায় নেমেই। দক্ষিণ কলকাতার কসবা থানার সামনে নাকা চেকিং এ আটকালো আমার গাড়ি। গাড়ি বের করেছেন, পারমিট আছে? এই প্রশ্নের জবাবে সাংবাদিক পরিচয়পত্র দেখাতেই ছাড় মিলল। এবার কলকাতায় প্রাইভেট গাড়ি চলাচলেও খুব কড়াকড়ি দেখলাম। বাইপাসের পরমা আইল্যান্ডের কাছে কয়েকটি গাড়িকে আটকানো হল বিনা প্রয়োজনে বেরোনোয়। ছোট হাতি বা ট্রাক চলাচল করছে অত্যাবশকীয় পণ্য নিয়ে। রাস্তা শুনশান, সকাল সাতটা থেকে দশটা খোলা বাজার। গড়িয়াহাট মার্কেটে মাংসের দোকানে লম্বা লাইন। ডুমুর, পাটশাক নিয়ে বসা এক হা ঘরে বাজারদার বললো, আজ তবু মাল পেলাম। কাল কি হবে কে জানে? বাজারে বাজারে লাঠিধারী পুলিশ। মাস্ক না পড়লেই ফাইন। শুধু খোলা ওষুধের দোকান আর মিষ্টির দোকান। মিষ্টির দোকানে অবশ্য ঝাঁপ পড়বে বেলা পাঁচটায়। রাস্তায় যেমন মানুষ নেই, তেমনই নেই গাড়িঘোড়া। পাবলিক ট্রান্সপোর্ট একদম বন্ধ। পুলিশ ঘুরছে মহল্লায় মহল্লায়। রকের আড্ডাও বসতে দেওয়া হচ্ছে না। দক্ষিণ থেকে উত্তর টহল দিয়ে মনে হল অন্তত প্রথম দিন লকডাউন মেনে চলছে সবাই। হাসপাতালের আউটডোরে অবশ্য লম্বা লাইন। এক বৃদ্ধকে দেখলাম প্রথম ডোজ এর পর ভ্যাকসিন নেওয়ার তাড়নায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজের দুয়ারে দুয়ারে ঘুরছেন। লকডাউন এ ভ্যাকসিন দেওয়াটাকে আর একটু তরান্বিত করতে পারেনা কি সরকার?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status