খেলা

তোরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক

১৫ মে ২০২১, শনিবার, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার ছিলো জয়রথ ধওে রাখার মিশন। এমন মিশনের আগে নিজেদের মাঠে সিটিকে গার্ড অব অনার দেয় নিউক্যাসেল ইউনাইটেড। তবে মাঠের লড়াইয়ে ছেড়ে কথা বলেনি তারা। পাল্টা আক্রমণ নির্ভর ফুটবলে পেপ গার্দিওলার দলের বিপক্ষে দারুণ উত্তাপ তৈরি করেছিল নিউক্যাসেল। কিন্তু ফেরান তোরেসের হ্যাটট্রিকে লীগে প্রতিপক্ষের মাঠে টানা দ্বাদশ জয় তুলে রেকর্ড গড়ে সিটি।
ম্যাচের ২৫তম মিনিটে এমিল ক্রাফতের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি লীগ চ্যাম্পিয়নরা। ৩৯ মিনিটের মাথায় ম্যানসিটির হয়ে গোলের দেখা পান জোয়াও কানসালো। খানিক পরেই ১-২ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৩ মিনিট পর ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান তোরেস।
পাল্টা আক্রমণে মাঝেমধ্যেই ভীতি ছড়ানো নিউক্যাসল সমতা টানে বিরতির আগে। জোলিনটন ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।
বল দখলের লড়াইয়ে সিটি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ফিরে লিড পায় নিউক্যাসেল। ৬২ মিনিটে জোসেফ উইলক গোল করে এগিয়ে নেন দলকে। তবে পরের চার মিনিটে আরও দুটি গোল করেন তিনি। বাকি সময় অবশ্য আর কোনে গোল হয়নি। তাতে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন সিটি।
লীগে প্রতিপক্ষের মাঠে সিটির এটি টানা দ্বাদশ জয়, নতুন রেকর্ড। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের আগের রেকর্ডটি ২০০৮ সালে প্রথম গড়েছিল চেলসি। ২০১৭ সালে সিটি সেটি স্পর্শ করলেও ভাঙতে পারেনি। এ মাসের প্রথম দিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে আবারও সেটি স্পর্শ করে তারা এবং এবার গড়ল নতুন কীর্তি।
৩৬ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৮৩।
সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। চার নম্বরে চেলসির পয়েন্ট ৬৪।
এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নিউক্যাসল।
আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে ফুলহ্যাম, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও শেফিল্ড ইউনাইটেডের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status