খেলা

ঘরের মাঠে লিভারপুলের কাছে ম্যান ইউর হার

স্পোর্টস ডেস্ক

১৪ মে ২০২১, শুক্রবার, ৬:১২ অপরাহ্ন


ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। টেবিলের পরের দলগুলো লড়ছে উয়েফা চ্যাম্পিয়নস লীগে নিজেদের যায়গা নিশ্চিত করতে। সে লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারওপর সামনে যখন প্রতিদ্বন্দ্বী লিভারপুল, তখন জয়ের বাড়তি তাড়নাই থাকে ইংলিশ এই ক্লাবটির মাঝে। তার ওপর নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি উজ্জীবিত ছিল দলটি। কিন্তু সেখানে দলটি পায়নি তাদের প্রত্যাশামাফিক জয়।

ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় গোল করেন ম্যান ইউকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সেই গোল ফেরত দিয়ে লিডও নিয়ে নেয় লিভারপুল। প্রথমে ম্যাচের ৩৪ মিনিটের পর সময় সমতা ফেরান ডিয়েগো জোতা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

দ্বিতীয়ার্ধে ফিরেও চলতে থাকে ফিরমিনো জাদু। মাত্র দুই মিনিটের মধ্যেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তিন গোল হজম করে ফেলার পর লড়াইয়ে ফেরার প্রাণপন চেষ্টা করে ম্যান ইউ। ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড।

পরে সমতাসূচক গোল আর পায়নি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে আনন্দে ভাসান লিভারপুলের মিশরিয়ান জাদুকর মোহামেদ সালাহ। ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে বাড়ি ফেরে লিভারপুল।

এ জয়ের পর লিগের ৩৬ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে হারলেও ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যান ইউ। শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status