তথ্য প্রযুক্তি

কনটেন্ট না পড়ে ফেসবুকে শেয়ার করা যাবে না!

মানবজমিন ডিজিটাল

১৩ মে ২০২১, বৃহস্পতিবার, ৬:১৭ অপরাহ্ন

ফেসবুকে ঢুকলেই দেখা যায় ভুয়া তথ্য। সে সঙ্গে অসত্য খবরও। যা শেয়ার হয় অহরহ। এতে ব্যবহারকারী যেমন বিরক্ত তেমন বিরক্ত ফেসবুক নিজেও। যদিও ফেসবুকে এই ভুল তথ্য বা খবর নিয়ে চারদিকে সমালোচনার শেষ নেই। তবে এটি ঠেকাতে তৎপর হয়েছে ফেসবুক।
সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি জানিয়েছে, অসত্য তথ্যের প্রচার ও প্রসার যাতে না হয় সে কারণে পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার চালু করা হবে। এটি চালু করা হলে কনটেন্ট শেয়ারের আগে ব্যবহারকারী পড়তে বাধ্য হবেন।
ফেসবুকের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, প্রথমে বিশ্বব্যাপী ছয় শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। অসত্য তথ্য ও ভুয়া সংবাদ থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, টুইটারও গত বছরের জুনে এ ধরনের একটি ফিচার চালু করেছিল। কয়েক মাস পর দেখা যায়, টুইটারে কনটেন্ট শেয়ারের জন্য ৪০ শতাংশ ব্যবহারকারী কনটেন্ট পড়েছেন এবং ৩৩ শতাংশ রি-টুইট করেছেন। অল্পসংখ্যক ব্যবহারকারী কনটেন্ট পড়ার পর তথ্যের অসামঞ্জস্যতার কারণে শেয়ার করেননি।
এদিকে ফেসবুকের এই ফিচারটি নিয়ে আশাবাদি প্রযুক্তি বিশেষজ্ঞরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status