দেশ বিদেশ

ঈদ আনন্দ নেই সাড়ে ৫ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকের

স্টাফ রিপোর্টার

১২ মে ২০২১, বুধবার, ১০:০৪ অপরাহ্ন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরের ১৭ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমপিওভুক্ত কলেজের নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকগণ দীর্ঘ ২৮ বছর জনবল কাঠামোর বাইরে থাকায় এমপিওভুক্তির আওতায় আসেনি।এদিকে প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজ কর্তৃপক্ষ নামমাত্র বেতনটুকুও দিতে না পারায় ঈদ আনন্দ নেই সারাদেশের নন-এমপিও সাড়ে পাঁচ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকের। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, দৈনন্দিন জীবন- জীবীকার চিন্তায় দিশেহারা অবস্হায় পড়েছেন এসব শিক্ষক। শিক্ষক হয়ে লজ্জায় না পারছেন কারো কাছে হাত পাততে,না পারছেন ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চাইতে। প্রতি বছর ঈদ আসে মহাসমারোহ, আবার চলেও যায়।সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-বোনাস পেলেও,অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও না থাকায় বোবা কান্না আর গগণবিদারী আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায়,প্রিয় সন্তানের লাল জামা কেনার স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। করোনাকালেও যেখানে স্বপ্নের পদ্মা সেতু,মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ না হয়েও বরং অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে,সেখানে দেশের উচ্চশিক্ষা স্তরে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ সরকারি এমপিওভুক্তির অভাবে কঠিন অর্থসংকটে পড়েছেন।স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ পালনের বছরেও জাতি গড়ার কারিগররা রুটিরুজির চিন্তায় থাকবে,এটা মেনে নেয়া কষ্টকর। তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতির সমন্বয়হীনতায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের ভাগ্যে এমপিও নামক সোনার হরিণ অধরাই রয়ে গেছে।অথচ মাসিক ১২ কোটি হিসেবে বার্ষিক ১৪৪ কোটি টাকা বাজেটে ব্যয় বরাদ্দ হলেই অবহেলিত শিক্ষকদের স্বপ্ন পূরণ হতো,বেঁচে থাকার সুযোগ হতো।ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে সর্বজনস্বীকৃত।এমতাবস্তায় অতি দ্রুত অনার্স-মাস্টার্স শিক্ষকদের বেতনের (এমপিও) সিদ্ধান্ত নেয়ার আকুল আবেদন জানাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status