অনলাইন

মঙ্গলবার চাঁদ দেখা যায়নি, বৃটেনসহ ইউরোপে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার

খালেদ মাসুদ রনি, বৃটেন থেকে

১২ মে ২০২১, বুধবার, ১২:১২ অপরাহ্ন

মঙ্গলবার বৃটেন-ইউরোপ ও আরব দেশগুলোতে(১৪৪২ হিজরি সনের) কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার  ফলে আজ বুধবারও রোজা রাখতে হবে দেশগুলোর মুসলিমদের। বৃটেন-ইউরোপ ও আরব দেশগুলোতে গত মাসের ১৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়। যার ফলে আজ ১২ মে ৩০টি রোজা পূর্ণ হবে এবং আগামী বৃহস্পতিবার সৌদি আরবের সাথে মিল রেখে বৃটেনসহ ইউরোপের দেশগুলো ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে বৃটেনের হেলাল কমিটি। মঙ্গলবার বিকাল ৬টায় এক সভার মাধ্যমে এ খবর নিশ্চিত করেন কমিটির সদস্যরা। তবে বিভিন্ন বিধিনিষেদের কারণে অন্যান্য বছরের মত লন্ডনে এবার মুসল্লিরা খোলা মাঠে, কিংবা পার্কে জামাত আদায় করতে পারবেন না।

এদিকে, লন্ডন শহরের প্রায় প্রতিটি মসজিদে এবার একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। ইউরোপের সর্ববৃহত ইস্ট লন্ডন মসজিদে এবার অনুষ্ঠিত ৫টি জামাত। ব্রিকলেনে ৪টি, দারুল উম্মাহ মসজিদে ৪টি,শাহাজালাল মসজিদ স্টেপনিগ্রীন ৫টি জামাত অনুষ্টিত হবে,বায়তুল আমান মসজিদ বেথনালগ্রীণে হবে ৪টি ঈদ জামাত, ফসেরষ্ট গেইট জামে মসজিদে জামাত অনুষ্টিত হবে ৩টি ও আল-সাফা ইসলামী সেন্টার স্টেপনিগ্রীনে জামাত অনুষ্টিত হবে ৩টি,বাডেট এস্টেইট মসজিদলেইন এ ৪ টি জামাত অনুষ্টিত হবে।

দেশবাসীকে এম আসকির আলী‘র’ ঈদ শুভেচ্ছা
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বনাথ-বালাগজ্ঞ এবং ওসমানী নগর, সিলেটসহ দেশের সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা (সহ সভাপতি), সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুজ এম আসকির আলী।

বাংলাপেইজে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন যে, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জর্জরিত সমগ্র বিশ্ব মানবসমাজ।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। তিনি আরো বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘমেয়াদী লকডাউন থাকায় কর্মহীন মানুষের জীবন যাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্ক এবং শারীরিক দুরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করুন। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের সুস্থতার জন্য দেশে-বিদেশে সকলের কাছে দোয়ার জন্য আবেদন করছি, দেশবাসী এবং দেশে-বিদেশে সকলের কাছে দোয়ার জন্য আবেদন করছি, প্রার্থনার জন্য বিশেষ অনুরোধ থাকলো একজন নিখোঁজ মজলুম ইলিয়াস আলীর অক্ষত অবস্থায় ফিরে আসার  জন্য। এম ইলিয়াস আলী ও আনসার আলী সহ গুমকৃত সকল মানুষ গুলো যাতে দ্রুত সুস্থ ও অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন এবং ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়, নেয়া হয় সে জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়ার জন্য আবেদন করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status