দেশ বিদেশ

রূপগঞ্জে পরিবহন শ্রমিকদের মাঝে বসুন্ধরা ও রংধনু গ্রুপের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১২ মে ২০২১, বুধবার, ৯:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে করোনায় বিপর্যস্ত প্রায় ৫ হাজার পরিবহন শ্রমিকের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন, ভোলাবো এবং দাউদপুর ইউনিয়নের ইজিবাইক, রিকশা, সিএনজি, ট্রাক ও বাস চালকদের মাঝে  এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল- মুরগি, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, পিয়াজসহ নিত্যপ্রয়োজনী পণ্যসামগ্রী। পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন- রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান মিজানের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জের প্যানেল চেয়ারম্যান রমজান আলী মণ্ডল, কামাল হোসেন কমল,আশিকুল ইসলাম খোকন, হুমায়ুন কবির প্রমুখ। উদ্বোধনকালে রফিকুল ইসলাম রফিক বলেন, করোনায় গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা খুব কষ্টে ছিলেন। ঈদে পরিবহন শ্রমিক ভাইদের কষ্ট লাঘব করতে পরিবহন শ্রমিকদের জন্য বসুন্ধরা ও রংধনু গ্রুপের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছে। রূপগঞ্জে কোনো পরিবহন শ্রমিক না খেয়ে থাকবে না। পাশ্ববর্তী দেশ ভারতে করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সাময়িকভাবে সীমান্ত বন্ধ ঘোষণা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে চলতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status