বিনোদন

ঈদে চ্যানেল আইতে ১৫ নাটক

স্টাফ রিপোর্টার

১২ মে ২০২১, বুধবার, ৮:০৪ অপরাহ্ন

ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালায় এবার থাকছে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাঁশিওয়ালা’। অভিনয়ে এফ এস নাঈম, জর্জ প্রমুখ। ঈদের দিন নাটক ‘শহরের শেষ বাড়ি’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। এর মূলগল্প রাবেয়া খাতুনের। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’ প্রচার হবে ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে নিশো, মেহজাবিন। ঈদের ২য় দিন নাটক ‘বায়ুচড়া’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি। নাটক ‘রক্তের ঋণ’ প্রচার হবে ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন। ঈদের ৩য় দিন ‘সীমার’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে মোশারফ করিম, তাসনুভা তিশা। ‘তাকে ভালোবাসা বলে’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে তানজিন তিশা, নিশো। ঈদের ৪র্থ দিন নাটক ‘আফ্রিকান বউ’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। অভিনয়ে তানজিন তিশা, জোভান। নাটক ‘অকাজের কাজি’ প্রচার হবে রাত ৭টা ৩৫ মিনিটে। অভিনয়ে সাফা কবির, তৌসিফ। ঈদের ৫ম দিন নাটক ‘টালটি বালটি’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। অভিনয়ে রিয়া, মিশু সাব্বির। নাটক ‘থ্রি স্টুজেস’ প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন নাটক ‘চুম্বক’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান। নাটক ‘মিচকা শয়তান’ প্রচার হবে রাত ৭টা ৩৫ মিনিটে। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। ৭ম দিন ‘এক দানে বড়লোক’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে তৌসিফ ও সাফা কবির। রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মারচক্কর’। অভিনয়ে মুশফিক ফারহান, মুনিরা মিঠু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status