বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগ

সাড়ে ৪শ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে

১১ মে ২০২১, মঙ্গলবার, ৭:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দরিদ্র ও অসহায় সাড়ে  চারশ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে এসব ঈদ  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমাযুন বড়াইল ইউনিয়ন পরিষদের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা  খাঁন । ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খঁান বলেন, যেভাবে সমাজে কুপমুন্ডকতা,মানুষের চিন্তার দীনতা,মুক্ত চিন্তার অভাব দেখা যায় তাতে পাঠাগার আন্দোলন বড় প্রয়োজন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কেই বুঝানো হচ্ছে। আবদুর রহিম স্মৃতি পাঠারের এই উদ্যোগটি প্রশংসনীয় উল্লেখ করে পাঠাগার আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান, আবদুর রহিম স্মৃতি পাঠাগার সভাপতি তুহুরা বেগম,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ও নবীনগর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির প্রমুখ। পরে অতিথিবৃন্দ গ্রামের দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এরআগে অনুষ্ঠান স্থলে পৌছলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজসেবী আমিনুল হক,মিজানুর রহমান,ফারুক আহমেদ,রেজাউল হক বুলু,আশরাফুল হক রিজেন,ইকরামুল হক তামিম,হাফিজুর রহমান মুহিন। আবদুর রহিম স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার হিসেবে বই প্রদান করেন পাঠাগারের সভাপতি তুহুরা বেগম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালশুকা মোল্লাবাড়ি রহমানীয়া জামে মসজিদের ইমাম হাফেজ জামাল উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status