বিশ্বজমিন

কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত না বদলালে কোনো আলোচনা নয়

মানবজমিন ডেস্ক

১১ মে ২০২১, মঙ্গলবার, ৪:৪১ অপরাহ্ন

ভারত যদি কাশ্মীর নিয়ে ৫ আগস্টের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে দেশটির সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাধারণ জনগণের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে এ কথা জানিয়েছেন তিনি। এতে তিনি বলেন, ভারতকে কাশ্মীরের ওপরে আরোপ করা নিয়ন্ত্রণ সরিয়ে নিতে হবে নইলে পাকিস্তান সরকার তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
এসময় ইমরান আরো বলেন, দুঃখজনকভাবে পশ্চিমা দেশগুলো ও গণমাধ্যম তাদের বৈদেশিক নীতি অনুযায়ী কাশ্মীর ইস্যুকে দেখে। তারা চীনকে থামাতে শক্তিশালী ভারতকে দেখতে চায়। কিন্তু ভারত চীনের বিরুদ্ধে উঠে দাঁড়াবে এমনটা ভাবা বোকামি হবে। এটি বরঞ্চ ভারতের জন্যেই বিধ্বংসী হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status