অনলাইন

পাটুরিয়ায় যাত্রীর চাপে ফেরি বাড়িয়েছে কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

১১ মে ২০২১, মঙ্গলবার, ১২:০৪ অপরাহ্ন

ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া ফেরি ঘাটে। তবে মহাসড়কের টেপড়া এলাকায় বিজিবির চেকপোস্ট বসানোর কারণে যাত্রী ও ছোট যানবাহন অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাসসহ অন্যান্য পরিবহন ঘাটে ঢুকতে পারছে না। শুধু মাত্র লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলো চেকপোস্টের আওতা মুক্ত থাকছে।  সকালে ৩-৪টি ফেরি দিয়ে এসব গাড়ি ও যাত্রী পারাপার করা হলেও বেলা বাড়ার সাথে যাত্রী চাপ বেশি থাকায় বর্তমানে ৭-৮টি ফেরি চলছে।
বিআইডাব্লিউটিসি ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বেড়ে চলেছে। পাশাপাশি বিভিন্ন  কায়দায় কিছু প্রাইভেট কার ও মাক্রোবাস ঘাটে ঢুকে পড়ায় সেগুলো পারাপার করা হচ্ছে। তাছাড়া লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলোর সাথে যাত্রী পারাপারে বর্তমানে ৭ থেকে ৮টি ফেরি সচল রাখা হয়েছে।  এদিকে ফেরিতে গাদাগাদি করে যাত্রী পারপার হওয়ায় স্বাস্থ্য বিধির ভেঙে পড়েছে। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status