ভারত

বক্সারে গঙ্গায় ভাসছে ৩০ কোভিড রোগীর মৃতদেহ, দাহ করার সুযোগ মেলেনি স্বজনদের

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২১-০৫-১১

১০১ বছর আগে দুর্দম স্প্যানিশ ফ্লু এর সময় বিহারের মুঙ্গেরে গঙ্গায় ভাসতে দেখা গিয়েছিল অগণিত লাশ। সোমবার ফের একই দৃশ্য প্রতক্ষ্য করল বিহারের বক্সার। উত্তরপ্রদেশের সীমান্তে অবস্থিত বক্সারের গঙ্গায় ভেসেছে ৩০টি মৃতদেহ। অনেকগুলোই বিকৃত। কোভিডে মৃত রোগীদের সৎকারের ব্যবস্থা করতে না পেরে স্বজনরা এই দেহগুলি ভাসিয়ে দিয়েছেন গঙ্গায়, এমনটাই অনুমান। বক্সারের চৌসায় মহাদেব ঘাটে মৃতদেহগুলি ভেসে উঠেছিল। চৌসার বি ডি ও অশোক কুমার জানিয়েছেন, প্রশাসন ১৫টি মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয় গ্রামবাসীরা অবশ্য দাবি করেছেন যে তারা ১৫০টি শবদেহ ভাসতে দেখেছেন। কোভিডে আক্রান্তদের দেহের সৎকার এখন দুরূহ হয়ে পড়েছে। শ্মশান কম, মৃত্যু বেশি। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে অনেকে মরদেহ গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন। বক্সারে এমন ঘটনাই ঘটেছে বলে মনে করছে প্রশাসন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status