বাংলারজমিন

কুমিল্লায় অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১১ মে ২০২১, মঙ্গলবার, ৯:০৭ অপরাহ্ন

কুমিল্লায় পলিটেকনিকের ছাত্র জালাল হোসেন ও মাসুদ রানা নামে এক কিশোরসহ দুইজনকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। এ ঘটনায় র‌্যাব কুমিল্লার একটি দল অভিযান পরিচালনা করে গতকাল ভোররাতে অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক নারীসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করে। অপহৃত জালাল হোসেন জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নাটেহর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং মাসুদ রানা একই বাড়ির আবদুল জব্বারের ছেলে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের রিনা আক্তার (৪০), শংকরপুর গ্রামের শাহপরান (১৯) ও বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের শরীফ ইসলাম (২২)। গতকাল দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। র‌্যাব জানায়, কুমিল্লা সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জালাল হোসেন (২২) ও তার চাচাতো ভাই মাসুদ রানা (১৬) মোবাইল ফোন ক্রয়ের জন্য রোববার দুপুরে বাড়ি থেকে কুমিল্লা শহরে আসে। মোবাইল না কিনে তারা টমছম ব্রিজ থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহাসড়কের নন্দনপুর এলাকায় কোটবাড়ি সড়কে পৌঁছালে সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাদের বহনকারী সিএনজির পথরোধ করে এবং মোবাইল চুরির অপবাদ দিয়ে তাদেরকে সিএনজি থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদেরকে আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকায় চক্রের নারী সদস্য রিনা আক্তারের ঘরে আটকে রেখে নির্যাতন চালায় এবং ৫০ হাজার টাকা করে দুইজনের স্বজনদের নিকট মোবাইল বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের অপহরণ-মুক্তিপণ দাবির বিষয়টি অপহৃত মাসুদ রানার ভাই কাইয়ুম হোসেন র‌্যাবকে জানালে রাত ১০টার দিকে অপহৃতদের উদ্ধারে অভিযানে মাঠে নামে র‌্যাব।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status