বাংলারজমিন

করোনা মোকাবিলায় খুলনা কারাগারে ৩০ সেল প্রস্তুত

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১১ মে ২০২১, মঙ্গলবার, ৯:০৭ অপরাহ্ন

ফাইল ছবি

দেশে এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণের হার তীব্র। এ পরিস্থিতিতে খুলনা জেলা কারাগারে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে দু’জন চিকিৎসকও। করোনা মোকাবিলায় খুলনা জেলা কারাগারে ৩০ সেল প্রস্তুত করা হয়েছে। এখানে দু’জন চিকিৎসক রয়েছেন। রোগীদের চিকিৎসায় একজন সেবক রয়েছেন। একজন ফার্মাসিস্ট রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগার কর্তৃপক্ষ। জানা যায়, নতুন আসামি গ্রেপ্তার হলে জেলা কারাগার কর্তৃপক্ষ ১৪ দিনের আইসোলেশনে ভৈরব ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপরে যদি করোনা সংক্রমণের কোনো আশঙ্কা না থাকে তাহলে কারাগারের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। যদি কারো মধ্যে করোনা পজেটিভ হয় তাহলে এখান থেকে তারা প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠান।
অপরদিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, গত এপ্রিলে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি মারা যায় খুলনায় ২৯ জন। সবচেয়ে কম মাগুরায় একজন। এছাড়া দ্বিতীয় স্থানে কুষ্টিয়ায় ১৬ জন। যশোরে ১২, ঝিনাইদহে ও সাতক্ষীরায় ১০ জন, বাগেরহাটে ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, নড়াইলে ৪, মেহেরপুরে ৩ জন মারা যায়। এপ্রিলে মোট মারা গেছেন ৯৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭২ জন। যার মধ্যে খুলনায় ১ হাজার ৩৯৯। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর ১ হাজার ১৮২ জন। এছাড়া কুষ্টিয়ায় ৫৩০, ঝিনাইদহে ৩২১, বাগেরহাটে ২৬০, নড়াইলে ২১১, চুয়াডাঙ্গায় ১৫২, মাগুরায় ১২৭, মেহেরপুরে ৯৯ ও সবচেয়ে কম আক্রান্ত হয়েছে সাতক্ষীরায় ৯১ জন।
খুলনা কারাগারের জেল সুপার ওমর ফারুক বলেন, কারাগারে কারো করোনা পজেটিভ হলে এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এরপরে তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করি। তবে কারাগারে দ্বিতীয় ঢেউয়ে এখনো কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status