বাংলারজমিন

সিলেটে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো ৪৮ বিজিবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১১ মে ২০২১, মঙ্গলবার, ৯:০৬ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ৪৮ বিজিবি। সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশি নাগরিক কর্তৃক অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে সোমবার অসহায়, গরিব, হতদরিদ্র এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি’র  অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি জানিয়েছেন- ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকার দুস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিলেট শাখার সার্বিক সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, আধা লিটার  তৈল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status