বিনোদন

আলাপন

কেউ কেউ দুজনকে দিয়েই নাটক বানিয়ে ফেলেন -শর্মিলী আহমেদ

মাজহারুল তামিম

১০ মে ২০২১, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

দেশের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে প্রতিনিয়ত দর্শকের ভালোবাসা ও সম্মান কুড়িয়েছেন। এই করোনা পরিস্থিতিতে কেমন আছেন তিনি? তার সময় কিভাবে কাটছে? উত্তরে শর্মিলী আহমেদ মানবজমিনকে বলেন, সত্যি বলতে কিছুই ভালো লাগে না। ঘরেই সময় কাটছে। পরিচিতজনরা চলে যাচ্ছেন, তাই মনটা খারাপ থাকে। প্রতিদিন ঘুম থেকে উঠেই একটা করে দুঃসংবাদ পাই। ভীষণ খারাপ লাগে। সম্প্রতি আপনার জন্মদিন গেলো। কেমন কেটেছে? শর্মিলী আহমেদ বলেন, তেমন আয়োজন করে কিছু করিনি। ফোনে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। বিশেষভাবে রান্না করা হয়েছিল আমার জন্য। খাওয়া দাওয়া করলাম। এই আর কি। অনেক দিন ধরেই এ অভিনেত্রী অভিনয়ের বাইরে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তিনি। করছেন না কোনো শুটিং। কাজ না করে কি খারাপ লাগা কাজ করে? উত্তরে শর্মিলী আহমেদ বলেন, খারাপ তো লাগেই। ঈদের অনেক নাটকের প্রস্তাব এসেছিল। বাদ দিয়েছি। কারণ এই বয়সে রিস্ক নেয়া ঠিক না। আর এ অবস্থায় শুটিং কোনোভাবেই সম্ভব না। আপনার সময়ের অনেকেই অভিনয়ে নেই। আপনি এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত। ব্যাপারটি কেমন লাগে? শর্মিলী আহমেদ বলেন, আমি কাজ ভালোবাসি। অভিনয় ভালো লাগার জায়গা। মন থেকে পছন্দ করি। এই বয়সেও অভিনয়ের সঙ্গে যুক্ত আছি সেটা আনন্দের ব্যাপার। কিন্তু পরিস্থিতি সব আনন্দ মাটি করে দিল। আপনার অভিনয় জীবনে কোনো অপ্রাপ্তি আছে? শর্মিলী আহমেদ বলেন, না। আমার অভিনয় জীবনে কোনো অপ্রাপ্তি নেই। যখন যে বয়সে যে চরিত্রটা দরকার করেছি। মনে রাখার মতো চরিত্রও করেছি। বর্তমান নাটকের অবস্থা কেমন দেখছেন? শর্মিলী বলেন, একটা নাটকে সব ধরনের চরিত্র থাকা উচিত। বাবা-মাসহ সব ধরনের চরিত্র। এখনকার ধারাবাহিক নাটকে টুকটাক কিছু চরিত্র থাকে। কিন্তু খণ্ড নাটকে থাকেই না। কেউ কেউ দুজনকে দিয়েই নাটক বানিয়ে ফেলেন। অন্য চরিত্র থাকে না। কিন্তু সেটা কখনই পরিপূর্ণ হয় না বলে আমার মনে হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status