বাংলারজমিন
বাউফলে ছেলের কাছে ভরণপোষণ চাওয়ায় বাবাকে মারধর
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
২০২১-০৫-১০
পটুয়াখালীর বাউফলে ছেলের কাছে ভরণপোষণ চাওয়ায় আশি ঊর্ধ্ব বাবাকে পিটিয়ে বাম হাতের মধ্য অংশ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণ ভেঙে দিয়েছে পাষাণ্ড ছেলে মো. সবুজ। উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাবা মো. সেকান্দার আলীকে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, গত শনিবার দুপুরে সেকান্দার আলী সিকদারের সেজো ছেলে সবুজ বাড়িতে বাঁশ কেটে সাবাড় করছিলেন। ছেলের কাছে বাঁশ কাটার কারণ জানতে চাইলে বাবা-ছেলের মধ্যে তর্ক হয়। পরে বাবা ছেলেকে বলেন, আমার সম্পদ ভোগ করতে হলে আমাকে এবং তোমার মাকে ভরণ-পোষণ দিতে হবে। এতে ছেলে উত্তেজিত হয়ে তার হাতে থাকা দায়ের উল্টো দিক দিয়ে তাকে পেটাতে থাকেন। পিটিয়ে বাবার বাম হাতের মধ্য অংশ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে দেন। খবর পেয়ে তার বড় ছেলে সিদ্দিকুর রহমান সিকদারের মেয়ে (নাতনি) মরিয়ম বেগম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অপরাধীকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’