অনলাইন

এফবিসিসিআই’র আইকন টাওয়ারের উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার

৯ মে ২০২১, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

রাজধানীর ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউতে নবনির্মিত এফবিসিসিআই আইকন-হাটখোলা ভবনের ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। রোববার অনলাইনে সংযুক্ত থেকে তিনি এই ভবনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী নবনির্মিত এফবিসিসিআই ভবন করোনা চিকিৎসার কাজে ব্যবহার করতে দেয়ার জন্য এফবিসিসিআইয়ের সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন ভিশনের সঙ্গে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যে পায়রাবন্দর ও পানগাঁওবন্দর করে দিয়েছে। এর সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পদ্মা সেতু অতি শিগগিরই শেষ হবে।’ তিনি বর্তমান সরকারের সময় বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন। নূর-ই-আলম চৌধুরী এই উন্নয়নকে কাজে লাগানোর জন্য এবং সরকারকে আরো সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া সংযুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে শেখ ফজলে ফাহিম বলেন, ‘আজকের এই ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সালে করা অর্থায়নের আওতায় ৬৪ জেলার চেম্বারের নিজস্ব জমি ও ভবন এর অন্তর্ভুক্ত। সাবেক সভাপতিরা প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রেখে ধাপে ধাপে এই ভবনের কাজ এগিয়ে নিয়ে গেছেন।’ শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের ইমপ্যাক্ট ৪.০ উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘এই উদ্যোগের আওতায় চেম্বার ট্রেড ফ্যাসিলিটেশন,ট্রেড প্রমোশন, ট্রেড ফেয়ার,পলিসি অ্যাডভোকেসি’র পাশাপাশি সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণের ৫ বছর ট্রানজিশন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১-কে লক্ষ্য নিয়ে এফবিসিসিআই একটি স্ট্র্যাটেজিক আউটলুক উদ্যোগ নিয়েছে এবং বর্তমান এফবিসিসিআইয়ের সচিবালয়কে চলতি গ্লোবাল এজাইল ট্রেন্ডের সঙ্গে সমন্বয় রেখে সাজানো হচ্ছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status