খেলা

‘যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চান ভারত-পাকিস্তানের ১০০ ক্রিকেটার’

স্পোর্টস ডেস্ক

১০ মে ২০২১, সোমবার, ৮:১৯ অপরাহ্ন

২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটির ক্রিকেট বোর্ড অভিবাসী ক্রিকেটার পেতে আগ্রহী হয়ে ওঠে। তাতে তারা সফলও। একাধিক ক্যারিবিয়ান ক্রিকেটার খেলছেন যুক্তরাষ্ট্রে জাতীয় ক্রিকেট দলে। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩ আন্তর্জাতিক ম্যাচ খেলা রাস্টি থেরন যুক্তরাষ্ট্র দলের নিয়মিত মুখ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ভারত ও পাকিস্তানি ক্রিকেটাররা। ইতিমধ্যে সেখানে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট ও ৪ ওয়ানডে খেলা ওপেনিং ব্যাটসম্যান সামি আসলাম। তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের অন্তত ১০০ ক্রিকেটার যুক্তরাষ্ট্রে যেতে চান ক্রিকেট খেলার জন্য।
আইসিসির নিয়ম অনুযায়ী, তিন বছর যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে খেললে মিলবে সে দেশের জাতীয় দলে খেলার ছাড়পত্র। উন্নত জীবনের সঙ্গে জাতীয় দলে খেলার হাতছানি। এর সঙ্গে যুক্ত হয়েছে নিজ দেশের হয়ে খেলার সম্ভাবনা না থাকা। যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে আগ্রহী ক্রিকেটারদের কাছে এই তিনটি বিষয় প্রাধান্য পাচ্ছে। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক উন্মুক্ত চাঁদ এবং একই দলের কিপার-ব্যাটসম্যান সামিত প্যাটেল ও বাঁহাতি স্পিনার হারমিত সিং এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক ওপেনার সামি আসলাম। সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত কয়েকমাসে যুক্তরাষ্ট্রে এসেছে ৩০-৪০ বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে উন্মুক্ত চাঁদ, সামিত প্যাটেল ও হারমিত সিংয়ের মতো ভারতীয়রা রয়েছেন। পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা অনেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে থিতু হতে চায়। একশ’র বেশি প্রথম শ্রেণির ক্রিকেটারের ফোন পেয়েছি আমি, তারা সবাই খোঁজখবর নিচ্ছে। এমনকি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমাররাও এখানে আসতে চায়।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status