বিনোদন

মিমের চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার

১০ মে ২০২১, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম। সাধ্যমতো চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়াতে। তবে অধিকাংশ সময়েই এগুলো করে থাকেন গোপনে। তারপরও দু-এক সময় তার এই কর্মকাণ্ড উঠে আসে গণমাধ্যমে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বিপাকে পড়া খেটে খাওয়া ৫০০ পরিবারকে অর্থ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা দিয়েছিলেন তিনি। এবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিনা সেটা জানাননি। তবে মিম ভক্তরা দাঁড়িয়েছেন সুবিধাবঞ্চিত পরিবারের পাশে। জানা গেছে, মিমিয়ানস (বিদ্যা সিনহা মিম) টিমের পক্ষ থেকে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের কাছে ঈদ উপহার  দেয়া হয়েছে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় দেখা গেছে। এ ব্যাপারটিতে ভীষণ আপ্লুত মিম। তিনি বলেন, আমি সত্যি অনেক আনন্দিত, এ আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই। বর্তমানে এই অস্থির পরিস্থিতিতে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দিয়ে পরিবারগুলোর মুখে ঈদের হাসি ফুটালো আমার ভক্তরা। সত্যি আমি তাদের নিয়ে গর্বিত। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে পড়েন মিম। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে শুটিং করছেন না। মিম মনে করেন, বেঁচে থাকলে অনেক কাজ করা যাবে। তিনি বলেন, আগে জীবন, পরে জীবিকা। আমি আমার সুরক্ষার কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখেছি। জানি হয়তো সেটা সবার পক্ষে সম্ভব না। তবুও যথাসাধ্য জীবনকে গুরুত্ব দিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। ঘরে থাকলেও বসে নেই মিম। এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। মন দিয়েছেন শরীরচর্চায়। লকডাউনের এই সময়টায় ওজন কমানোর চ্যালেঞ্জ হাতে নিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব মিম। তার ইউটিউব চ্যানেলও সম্প্রতি কিছু ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি পিজ্জা ও আলু পরটা বানানোর পদ্ধতি দেখিয়েছেন। এদিকে, মিম তার ভক্তদের আগাম ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। সবাইকে সতর্ক থেকে এই উৎসব পালন করার আহ্বান জানান এই চিত্রনায়িকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status