অনলাইন

বিজেপি বিধায়কের অভিনব ফর্মুলা

পানিতে গোমূত্র মিশিয়ে পান করলে সারবে করোনা!

অনলাইন ডেস্ক

৯ মে ২০২১, রবিবার, ২:৪২ অপরাহ্ন

করোনা ভাইরাস থেকে বাঁচতে অভিনব এক ফর্মুলা দিয়েছেন ভারতের জনতা পার্টির (বিজেপি) এক বিধায়ক। নিজের টুইটার একাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, গোমূত্র পান করলেই করোনাভাইরাস তো ছার, কোনও মহামারীই কিছুই করতে পারবে না।

রোববার সকালে সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, কিভাবে গোমূত্র পান করে ‘করোনা রেহাই পেয়েছেন’ উত্তরপ্রদেশের বালির বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিন মিনিটের ৫৮ সেকেন্ডের সেই ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা যায়, প্রতিদিন সকালে ব্রাশ করার পর ঠান্ডা জলে পাঁচ ছিপি গোমূত্র মিশিয়ে খান। সেই গোমূত্র খেলেই করোনাভাইরাসের মতো মহামারীর বিরুদ্ধে লড়াই করা যাবে। শুধু তাই নয়, হৃদরোগ-সহ যে কোনও ধরনের রোগের বিরুদ্ধে গো-মূত্র নাকি কার্যকরী হবে বলেও দাবি করেন। কীভাবে খেতে হবে, তাও জানিয়ে দেন বিধায়ক। জানান, ১০০ গ্রাম ঠান্ডা জলে ৫০ মিলিমিটার গোমূত্র দিতে হবে। খালি পেটে পান করে ৩০ মিনিট কিছু খাওয়া চলবে না।

তবে বিধায়ক বলেন, ‘এটায় কী বৈজ্ঞানিক তথ্য আছে, জানি না, আমি আগেও বলেছিলাম, এটা পান করে আমি ১৮ ঘণ্টা সমাজে থাকি, আপনাদের মধ্যে থাকি, তারপরও স্বাস্থ্যবান আছি। আমার অনুভব আপনাদের জানানোর চেষ্টা করছি।’ সঙ্গে বলেন, বিজ্ঞান এটা স্বীকার করুক না করুক, বিজ্ঞানের এত উন্নতির পরও যখন পুরো দুনিয়ার এত লাখ-লাখ মানুষ মারা যাচ্ছেন, তখন আমি তো মানব যে এই মহামারীর সামনে বিশ্বের বিজ্ঞান, চিকিৎসা পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভগবানের নাম নিয়ে পুরনো ঐতিহ্যে পালন করতে হবে।'
বিজেপি বিধায়কের সেই ‘দাওয়াই’ সত্ত্বেও গত চারদিন দেশে নয়া আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গিয়েছে। পরপর দু'দিন প্রাণহানির সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। শুধু তাই নয়, বিজেপি বিধায়কের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাছাড়াও অমিত শাহ-সহ বিজেপির একাধিক উচ্চপদস্থ আধিকারিকও করোনার কবলে পড়েছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status