খেলা

এএফসি কাপ স্থগিত

স্পোর্টস ডেস্ক

৯ মে ২০২১, রবিবার, ২:৩৩ অপরাহ্ন

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এএফসি কাপের প্লে অফের ম্যাচ ও গ্রুপ পর্বের আয়োজন নিয়ে শঙ্কা ছিল। অবশেষে তাই হলো, স্থগিত হয়ে গেল এএফসি কাপ।

এশিয়ার অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্ট স্থগিত পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য দায় রয়েছে ব্যাঙ্গালুরু এফসির কয়েকজন ফুটবলারের। এএফসি কাপের জৈব বলয় ভেঙ্গে গতকাল রাতে ব্যাঙ্গালুরুর কয়েকজন ফুটবলারকে বাইরে ঘুরতে দেখা যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি গ্রুপ পর্বের আয়োজক মালদ্বীপ। বায়োবাবল ভাঙায় ব্যাঙ্গালুরুর কাছে জরিমানা চাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনেও আপত্তি জানায় তারা।

মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ গতকাল রাতে একটি টুইট করেন। সেখানে বলেন, ‘ব্যাঙ্গালুরু এফসির ফুটবলাররা কোনো নিয়ম মানছে না। তাদের দ্রুত ভারতে পাঠিয়ে দেয়া উচিত। যে আচরণ তারা করছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

এরপর আজ (রোববার) সকালে আরও একটি টুইট করে এএফসি কাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন আহমেদ মাহলুফ। তিনি লিখেন, ‘বর্তমান পরিস্থিতিতে মালদ্বীপে এএফসি কাপের আয়োজন সম্ভব নয়। মালদ্বীপের ফুটবল অ্যাসোসিয়েশনকে এই টুর্নামেন্ট আয়োজনের যে অনুমতি দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেয়া হচ্ছে।’

এদিকে বসুন্ধরা কিংসের ৪৫ জন ফুটবলারের সবাই নেগেটিভ। ফুটবলার কোচিং স্টাফ সবাই বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরইমধ্যে টুর্নামেন্ট স্থগিতের সংবাদ আসে।

আচমকা টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় অবাক হয়েছেন বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন,‘ কিছুক্ষণ আগেও মালদ্বীপের সঙ্গে কথা হলো। তারা বলছিলেন কখন ফ্লাইট। আমরা বিমানবন্দরে যাওয়ার প্রস্ততি নিচ্ছিলাম। এরই মধ্যে এএফসি টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিল।’

আগামী ১৪ থেকে ২০ শে মে মালদ্বীপের মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা। সেই টুর্নামেন্টে অংশ নিতে আজ সন্ধ্যা ছয়টার ফ্লাইটে ওঠার কথা ছিল বসুন্ধরার ফুটবলারদের। খেলা আপাতত স্থগিত হলেও পরবর্তী সূচি এখনোও জানা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status