অনলাইন

ময়মনসিংহে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

৮ মে ২০২১, শনিবার, ১০:৫০ অপরাহ্ন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ঈদ সামগ্রী বিতরণ করেন দলটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এদিন বেলা ১২টায় উপজেলার আব্দুল করিম এতিম খানা মাদ্রাসার প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পথ বন্ধ রেখেছে সরকার। তিনি বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাল বিলম্ব না করে বিদেশ যাওয়ার পথ উন্মুক্ত করে দেয়ান আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি বিরোধী দলে থাকলেও জনগণের দুঃসময়ে তাদের পাশে থাকার চেষ্টা করে। কিন্তু আওয়ামী লীগ লিপ সার্ভিস ছাড়া কিছু করছে না। করোনাকালীন লকডাউনে নিম্ন আয়ের পরিবার পিছু ৫ হাজার টাকা করে ৩ মাসের জন্য ১৫ হাজার টাকা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান প্রিন্স।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোয়াজেম হোসেন খান লিটন, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, যুব দলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এইচ এম এমরান, রজব আলী ফকির, লিটন, জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা যুবদল নেতা মাসুদ চৌধুরী, কৃষক দলের নেতা কাছম আলী, মৎসজীবি দলের সদস্য সচিব রুবেল, জসিম উদ্দিন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, কলেজ ছাত্র দলের আহবায়ক সারোয়ার হোসেন, মাসুম সহ  বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে বিকাল ২টায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ধোবাউড়া উপজেলার ভূট্টা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status