অনলাইন

করোনায় অসহায় মানুষের পাশে ওব্যাট

অনলাইন ডেস্ক

৮ মে ২০২১, শনিবার, ৯:০৬ অপরাহ্ন

করোনাকালে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে  কর্মহীন হয়ে পড়া  সহস্রাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ওব্যাট হেল্পার্স।  গত কয়েকদিন যাবত তা বিতরণ করা হয়।

 রাজধানীর মোহাম্মদপুরে আযোজক সংস্থার প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এ খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়।

ওব্যাট হেল্পার্স বাংলাদেশের সভাপতি জালাল উদ্দীন আহমেদ বলেন, প্রতি বছরের মতো এবারো সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আশা করছি ওব্যাট হেল্পার্সের এ উদ্যোগে  যারা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের কষ্ট কিছুটা হলে কমে আসবে।

এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অর্থায়ন  করার জন্য ওব্যাট হেল্পার্স যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা শহর সমাজসেবা কার্যালয় জোন ৬ এর সমাজ সেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান, ওব্যাট বিডির সভাপতি জালাল উদ্দীন,  কুইন্স স্কুল এন্ড কলেজের অধ্যাপক আব্দুল কাইয়ুমসহ,  ওব্যাটের কর্মকর্তাবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status