খেলা

করোনায় আক্রান্ত সাকিবের আরেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক

৮ মে ২০২১, শনিবার, ১১:২৭ পূর্বাহ্ন

আইপিএলের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক ক্রিকেটার, কোচসহ কর্মকর্তারা। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে মাঝপথেই থেমেছে আইপিএলের চতুর্দশ আসর। কিন্তু থেমে নেই কোভিড-১৯ এর আক্রমণ। কলকাতা নাইট রাইডার্সের টিম সেইফার্ট করোনা পজেটিভ হয়েছেন। ভাড়া করা বিমানে জাতীয় দল সতীর্থদের সঙ্গে দেশে ফেরার কথা ছিল কিউই কিপার-ব্যাটসম্যানের। করোনা পজেটিভ হওয়ায় তাকে ভারতেই থাকতে হচ্ছে। এ নিয়ে সাকিবের দলের তিন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়র এর আগে কোভিড পজেটিভ হয়েছিলেন।

দেশে ফেরার আগে সাকিব আল হাসানের করোনা পরীক্ষা করা হয়। এর আগে আইপিএল চলাকালীন ২০-২২ বার কোভিড-১৯ পরীক্ষার মুখোমুখি হন সাকিব। প্রতিবারই নেগেটিভ হয়েছেন তিনি। আইপিএল খেলে দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন সাকিব ও মোস্তাফিজুর রহমান। বিমানবন্দরে নেমেই হোটেলে চলে যান তারা। ভাড়া করা বিমানে সাকিব-মোস্তাফিজকে দেশে ফেরার ব্যবস্থা করে আইপিএল কর্তৃপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status