খেলা

‘সাকিব-মোস্তাফিজ দেশে ফিরলে আমি কেন পারছি না’

স্পোর্টস ডেস্ক

৮ মে ২০২১, শনিবার, ৯:১২ অপরাহ্ন

ডিপ্লোমা কোর্স করতে গিয়ে ভারতে আটকা পড়েছেন বিকেএসপি’র হকি কোচ মওদুদুর রহমান শুভ। দিল্লির দূতাবাসে আবেদন করেও দেশে ফেরার ছাড়পত্র পাননি। বাংলাদেশ হকি জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকারের হতাশা বেড়েছে একই পরিস্থিতিতে সাকিব-মোস্তাফিজ ঢাকায় ফেরায়। সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘তারা ফিরতে পারলে আমি কেন পারছি না।’
গত ১৫ই এপ্রিল পাঞ্জাবের পাটিয়ালায় প্রশিক্ষণে যোগ দেন শুভ। সতীর্থ হিসেবে ছিলেন মশিউর রহমান বিপ্লব। তিনি আগেই দেশে ফিরেছেন। এরই মধ্যে ভারতে করোনার প্রকোপ বাড়ায় দেশে ফেরায় নিষেধাজ্ঞায় পড়েন শুভ। এরপর দূতাবাসে নিজের পরিচয় দিয়েও ছাড়পত্র পাননি তিনি। কিন্তু দূতাবাস যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে, তাদেরই শুধু দেশে ফেরার অনুমতি দিচ্ছে। আরো কয়েক মাস মেয়াদ থাকায় দেশে ফিরতে পারছেন না শুভ।
এরই মধ্যে গত ৬ই মে বিশেষ ব্যবস্থায় বিমানে ভারত থেকে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতে ভয়ঙ্কর করোনাভাইরাসের থাবায় মাঝ পথেই স্থগিত হয়ে যায় আইপিএল।
ভারত থেকে মুঠোফোনে শুভ বলেন, ‘সাকিব ও মোস্তাফিজের ভিসার মেয়াদ নিশ্চয়ই শেষ হয়ে যায়নি। তাহলে ওরা যদি দেশে ফিরতে পারে, আমার বেলায় কেন এমন হচ্ছে? আমিও তো একসময় দীর্ঘদিন দেশকে সার্ভিস দিয়েছি। বর্তমানে বিকেএসপিতে নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করছি। উচ্চতর প্রশিক্ষণের সবকিছুই খেলোয়াড় তৈরিতে কাজে লাগাবো।’

নিষেধাজ্ঞার পর যারাই ভারত থেকে দেশে ফিরছেন, তাদের বিশেষ অনুমতি লাগছে। তাই শুভ বলেছেন, ‘আসলে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। শুনেছি দেশে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি লাগে। সেটাও তো দূতাবাস থেকে বলছে না। বললে তো কিছু একটা করা যেত। আমি তো ১৪ দিনের কোয়ারেন্টিনসহ সব নিয়ম মানতে প্রস্তুত আছি। আসলে এভাবে আর কতদিন এখানে থাকবো, বুঝতে পারছি না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status