শেষের পাতা

আল্লাহর রঙে রঙিন হওয়ার মাস

মাওলানা এম এ করিম ইবনে মছব্বির

৭ মে ২০২১, শুক্রবার, ৯:২৮ অপরাহ্ন

আজ চব্বিশতম রমজান। মহান আল্লাহ্‌ পাক রাব্বুল আলামীন পবিত্র কুরআনুল করিমে ঘোষণা করেন যে, আমি তাদের প্রতি ক্ষুধা, দরিদ্রতা ও রোগ-ব্যাধি চাপিয়ে দিয়েছি, তারা যেন নম্রতা প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে (সূরায়ে আল আনআম ৬, ৪২)। আজ দীর্ঘ একবছরেরও উপরে গোটা পৃথিবীব্যাপী করোনাভাইরাসের ভয়াল থাবাতে মানব জাতি আতঙ্কিত। করোনাভাইরাস আমাদের জীবনযাত্রাকে পর্যুদস্ত করে দিচ্ছে। করোনাভাইরাস থেকে আমাদের সামনে কি অশনি সংকেত রয়েছে তা একমাত্র মহান আল্লাহ্‌ পাকই ভালো জানেন। গিরগিটি যেমন রং বদলায় তদ্রূপ করোনা ভাইরাসও রং বদলায়। আকাশের যেমন রং পরিবর্তন হয়, করোনাভাইরাসেরও রং পরিবর্তন হয়। কিন্তু ছিবগাতাম মিনাল্লাহি অর্থাৎ মহামহিম আল্লাহ্‌র রংয়ে রঙিন হয়ে যাও। কিন্তু আমাদের জীবনযাত্রা তো এখনো মহান আল্লাহ্‌র রংয়ে পুরোপুরি ভাবে রঙিন করতে পারিনি। সুতরাং পবিত্র  মাহে রমজান হলো মহান আল্লাহর রংয়ে রঙিন হওয়ার মাস। কেননা, রমজানের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত সকল রোজাদারগণ একমাত্র মহান আল্লাহ্‌র প্রেমে মশগুল থাকেন। পবিত্র রমজান মাসে মুমিনগণের অন্তরে আল্লাহর উপর ভরসা নিমিষেই চলে আসে। রমজান মাসেই মানুষ মহান আল্লাহ্‌র নিকট পূর্ণাঙ্গ বিনয়াবনত এবং নম্রতা ও নতি স্বীকার করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status