বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

৭ মে ২০২১, শুক্রবার, ৯:২৩ অপরাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ১৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার ও ড্রাইভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ‘সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ১৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ও পরিদর্শন করেন তিনি। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status