বাংলারজমিন

ভাড়াটিয়ার শ্লীলতাহানি ফতুল্লায় বাড়িওয়ালা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

৭ মে ২০২১, শুক্রবার, ৯:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক ভাড়াটিয়া নারীর শ্লীলতাহানি করার অভিযোগে বাড়িওয়ালা শিপু মণ্ডল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিপু মণ্ডল ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ আদর্শ নগরের মৃত প্রাণতোষ মণ্ডলের পুত্র। বুধবার দিবাগত রাত তিনটায় ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িওয়ালার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। মামলা সূত্রে জানা যায়, গার্মেন্টকর্মী ওই নারীর স্বামী একজন রাজমিস্ত্রি। গত ৬ বছর ধরে শিপু মণ্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন। শিপু মণ্ডল গত এক থেকে দেড় মাস ধরে প্রায় সময় ওই নারীর বাসায় গিয়ে তার স্বামীর উপস্থিতি এবং অনুপস্থিতিতে নানা বিষয়ে কথাবার্তা বলতো। এক পর্যায়ে ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে বাড়িওয়ালা শিপু মণ্ডল তাকে কু-প্রস্তাব দেয়। তিনি তা প্রত্যাখ্যান করে বিষয়টি তার স্বামীকে অবগত করেন। এতে তারা আগামী মাসে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং বিষয়টি বাড়িওয়ালাকে জানিয়ে দেন। অতঃপর বুধবার কাজের জন্য ওই নারীর স্বামী ঢাকায় অবস্থান করে। কিন্তু দিবাগত রাত তিনটার দিকে সেহ্‌রি খেতে বসলে বাড়িওয়ালা শিপু মণ্ডল তার ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে তাকে জাপটে ধরে। এক পর্যায়ে ওই ডাক-চিৎকার করলে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এগিয়ে এলে শিপু মণ্ডল চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ইমানুর জানান, বাদীর দায়েরকৃত মামলার একমাত্র আসামি শিপু মণ্ডলকে বৃহস্পতিবার সকালে পশ্চিম দেওভোগস্থ আদর্শ নগর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status