খেলা

দেশে ফিরে কোয়ারেন্টিনে সাকিব ও মোস্তাফিজ, নতুন চিন্তায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

৭ মে ২০২১, শুক্রবার, ৯:০৩ অপরাহ্ন

বিশেষ ব্যবস্থায় বিমানে গতকাল ভারত থেকে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতে ভয়ঙ্কর করোনাভাইরাসের থাবায় মাঝ পথেই আইপিএল স্থগিত হয়। নিরাপত্তার কারণে ভারত-বাংলাদেশের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধ রয়েছে। তাই টাইগারদের এই দুই তারকা ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর দায়িত্ব নেয়। অন্যদিকে দেশে ফিরে এই দুই ক্রিকেটারকে থাকতে হচ্ছে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কোয়ারেন্টিন কমানোর বিষয়ে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যে কারণে গতকাল বিমানবন্দরে নেমেই সাকিব রাজধানীর ফোর পয়েন্টস বাই শেরাটনে ও মোস্তাফিজুর রহমান তার স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন। তারা দু’জন নিরাপদে ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তিতে বিসিবি। তবে তাদেরকে নিয়ে শুরু হয়েছে নতুন চিন্তা। যদি বাংলাদেশ সরকার তাদের কোয়ারেন্টিনের মেয়াদ না কমায় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য নিজেদের কীভাবে প্রস্তুত রাখবেন তারা? এছাড়াও চিন্তা সরকার শেষ পর্যন্ত নমনীয় হবে কিনা! এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর বিসিবি’র আবেদন একবার প্রত্যাখ্যাত হয়েছে। ১৪ দিন তাদের হোটেলেই থাকতে হবে। তবে সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ, তারা দু’জনই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা  বোর্ডে আলাপ করে আবারো সরকারকে অনুরোধ করবো।’
যদি ১৪ দিনই সাকিব ও মোস্তাফিজকে কোয়ারেন্টিনে থাকতে হয় তাহলে তারা মাঠে ফিরতে পারবেন আগামী ২১শে মে। কিন্তু তার আগেই ১৬ই মে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে চলে আসবে লঙ্কানরা। ঈদের ছুটি কাটিয়ে ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের ওয়ানডে দলও অনুশীলন শুরু করবে ১৮ই মে। কিন্তু হোটেলে বসে বসে সাকিব ও ফিজের প্রস্তুতি ব্যাহত হবে। সেই ক্ষেত্রে বিসিবি’র এখন আরেক চিন্তা তাদের ফিটনেস ঠিক রাখা নিয়ে। এই বিষয়ে বিসিবি’র মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘সাকিবদের কোয়ারেন্টিনের বিষয়টি সম্পূর্ণ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হাতে। এখানে বিসিবি’র অনুরোধ করা ছাড়া তেমন কোনো কিছুই করার নেই। এখন তারা ঢাকায় এসে হোটেলে কোয়ারেন্টিনে আছে। যদি সরকার ছাড় না দেয় তাহলে আমাদের চিন্তা হবে তাদের ফিটনেস ধরে রাখা নিয়ে। আমরা ওদের সঙ্গে আলোচনা করবো। রুমে থেকে যেভাবে ফিটনেস নিয়ে কাজ করা যায় সেই পরামর্শ দেয়া হবে।’ ২৩শে মে  শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তাই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকলে সাকিব ও মোস্তাফিজকে পাওয়া কঠিন হবে। মূলত এই কারণেই বিসিবি সরকারকে  ফের তা কমানোর আবেদন করবে বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। যেতেতু এই মাসেই শ্রীলঙ্কা সিরিজ তাই সাকিব ও মোস্তাফিজকে আমাদের প্রয়োজন। শনিবার আমরা বোর্ডে বিষয়টি নিয়ে আলোচনা করবো। সিইও’র সঙ্গে কথা বলবো। এরপরই আমরা আবারো সরকারের কাছে অনুরোধ করবো। যেন ওদের ছাড় দেয়া হয়।’
ভারতে করোনা মহামারি ভয়াল আকার ধারণ করেছে। করোনার নতুন স্ট্রেন সেখানে এতটাই ভয়ঙ্কর যে, প্রতিদিন সেখানে আক্রান্ত হচ্ছে তিন লাখের বেশি মানুষ। দিনে মারা যাচ্ছে ৩ থেকে চার হাজার। এরই মধ্যে চলছিল আইপিএল। কিন্তু শেষ পর্যন্ত তীব্র সমালোচনা ও কয়েকটি দলের ক্রিকেটার-স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর বিসিসিআই আইপিএল স্থগিত করতে বাধ্য হয়। সাকিব খেলছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে। সেখানেই দু’জন ক্রিকেটার আক্রান্ত হন। এরপর আরো কয়েকটি দলে সংক্রমণ দেখা দেয়। মোস্তাফিজ খেলছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে স্বস্তির খবর, বাংলাদেশের দুই তারকাই সুস্থ আছেন। তাদের কোনো সমস্যা হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status