দেশ বিদেশ

গুড-এর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন

কুড়িগ্রাম সদরে পাঁচগাছি ইউনিয়ন শুলকুর বাজার এলাকার শতাধিক অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গ্লোবাল অর্গানাইজেশন ফর ওপটিমাম ডিগনিটি-গুড (Global Organization for Optimum Dignity-GOOD)। গত সোমবার (৩ মে) সকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ মহামারি করোনাকালীন সময়ে দেশ জুড়ে চলছে লকডাউন কর্মসূচি। এ সময়ে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। এই মানুষগুলোর কথা চিন্তা করেই সংগঠনটির এই উদ্যোগ।

প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, ছোলা, লবণ, আলু, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গ্লোবাল অর্গানাইজেশন ফর ওপটিমাম ডিগনিটি-গুড-এর পরিচালক মীর মেহেদী হাসান মাসুদ বলেন, করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই প্রয়াস। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমাদের এই প্রতিষ্ঠান গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status