দেশ বিদেশ

ছিন্নমূলদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বিডিএইড’র

স্টাফ রিপোর্টার

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৮:১৬ অপরাহ্ন

পুরো রমজান মাসজুড়ে ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলমেন্ট-বিডিএইড। সংগঠনটির চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিনই রাজধানীর পরিবাগে প্রায় এক হাজার ভাসমান মানুষকে ইফতার সামগ্রী দিয়ে আসছে। রমজান ও কোভিড-১৯ পরিস্থিতিতে ‘সবার জন্য খাদ্য’ স্লোগানে এর মধ্যে কখনো খিচুরি, খেজুর, নানা ধরনের ফল ও মাঝে মধ্যে বিরিয়ানি দেয়া হয়। বুধবার বিকালে এরই ধারাবাহিকতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারের আগে ছিন্নমূল মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও ঢাকার পরিবাগে অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সবজিসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোজার শেষ দিন পর্যন্ত এমন কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান সোহাগ। প্রথম রমজান থেকে বুধবার পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা আরিফুর রহমান লিমন, এরমান খান, দেলোয়ার শাহাজাদা, এনামুল হক, নুরুদ্দিন হাওলাদারসহ স্বেচ্ছাসেবীরা সামাজিক দূরত্ব মেনে অসহায় গরীব মানুষদের ইফতারি বিতরণ অব্যাহত রেখেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status