বিশ্বজমিন

অনাগত মেয়ের জন্য আবেগঘন বার্তা রেখে গিয়েছিলেন মৃত্যুপথযাত্রী বাবা

মানবজমিন ডেস্ক

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৮:১০ অপরাহ্ন

২০১৮ সালে নিজের ব্রেইন টিউমরের কথা জানলেন স্কট ফার্গুনসন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পর্যায়গুলো পাড় করে ফেলেছেন তিনি। একটি শপিং সেন্টারে হঠাত করে পরে যাওয়ার পর তার এই মরনব্যাধির কথা জানতে পারেন তিনি ও তার পরিবার। সেসময়ই ৩৩ বছর বয়সী স্কট সিদ্ধান্ত নেন, নিজের জীবনের স্বপ্নগুলোর একটি তালিকা করে শেষ দিনগুলোতে তা পূরণ করবেন। তালিকায় এক নম্বরেই ছিল প্রেমিকা জেমিকে বিয়ে করা।
স্কটকে নিয়ে জেমি বলেন, সে ছিল প্রথম থেকেই অনেক ইতিবাচক। তার সঙ্গে যারাই দেখা করতে আসতেন তারাই অবাক হয়ে বলতেন, তুমি কীভাবে এতো স্বাচ্ছন্দে আছো? বিয়ের পর তারা দুজন সন্তান নিতে আগ্রহী হয়ে ওঠেন। বিয়ের ১০ মাসের মাথায় গর্ভবতী হওয়ার খবর পান জেমি। এ খবরে তাদের জীবন আনন্দে ভরে যায়। এ খবরের পর স্কট তার অসুস্থতার বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ পান। কিন্তু শেষ পর্যন্ত অসুস্থতার কাছে হার মানতে হয় স্কটকে।
তার মৃত্যুর ৪ সপ্তাহ পরই জন্ম হয় তার মেয়ে ইসলা স্কটের। জেমি বলেন, তিনি একইসঙ্গে আনন্দিত হয়েছিলেন। আবার তার জীবন সঙ্গীর মৃত্যুতে বিধ্বস্তও হয়ে ছিলেন। মৃত্যুর আগে তার পরিবারের সদস্যদের জন্য ভিডিও বার্তা রেখে গিয়েছিলেন স্কট। এরমধ্যে একটি ক্লিপ ছিল তার মেয়ের জন্যেও। এতে তিনি বলেন, ইসলার সঙ্গে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তিনি তার মেয়ের উদ্দেশ্যে বলেন, তুমি জেনে রেখো যে- আমি কখনো হাল ছেড়ে দেইনি।
স্কট একটি বইও লিখে গেছেন তার মেয়ের জন্য। এতে তিনি বলেন, স্বপ্ন দেখতে দেখতে বড় হও। নিজের স্বপ্নের পেছনে ছুটবে সবসময়। সবাই যেরকম চায় তোমাকে সেরকম জীবন বেছে নিতে হবে না। তুমি যা করবে তা নিয়েই তোমার বাবা-মা গর্ব বোধ করবে। আরেক পাতায় স্কট তার অনাগত মেয়ের জন্য লেখেন, তুমি যেদিন বিয়ে করবে, সেদিন আমি তোমাকে দেখতে থাকবো। তোমার পাশেই আমি হাত ধরে নিয়ে যাবো।
জেমি বলেন, স্কট খুব কাছাকাছি ছিল তার মেয়েকে দেখে যাওয়ার জন্য। মেয়েকে নিয়ে কী কী করবে তা নিয়ে কথা বলতো স্কট। সে অবশ্যই অসাধারণ একজন বাবা হতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status