খেলা

ম্যাচ হেরে চেলসি ফুটবলাদের সঙ্গে হাসোজ্জ্বল হ্যাজার্ড, সমালোচনায় রিয়াল সমর্থকরা

স্পোর্টস ডেস্ক

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ১:৪৭ অপরাহ্ন

স্ট্যামফোর্ড ব্রিজে ব্যক্তিগত পারফরমেন্সে সরব ছিলেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এডেন হ্যাজার্ড। আর সেমি ফাইনাল থেকে দলের বিদায়ের ছাপ দেখা যায়নি তার চেহারায়; বরং ম্যাচ শেষে চেলসি খেলোয়াড়ের সঙ্গে হাসোজ্জ্বল আলাপের দৃশ্য ভেসে ওঠে টিভি ক্যামেরায়। যা মোটেও ভালোভাবে নিতে পারেনি রিয়াল সমর্থকদের।
২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চেলসির হয়ে খেলেন হ্যাজার্ড। দীর্ঘ সময়ে একই ক্লাবের হয়ে খেললে দল পরিবারে রূপ নেয়। সেই সখ্যতার তাগিদে ম্যাচ শেষে সাবেক সতীর্থদের শুভেচ্ছা জানাতে যান হ্যাজার্ড। চেলসির ফরাসি ফুটবলার কার্ট জৌমা ও গোলকিপার এডওয়ার্ড মেন্ডির সঙ্গে কৌতুক করতে দেখা যায়। হাসোজ্জ্বল হ্যাজার্ড টিভি ক্যামেরায় ধরা পড়লে, তীব্র সমালোচনা শুরু করেন রিয়াল ফ্যানরা।
টুইটারে এক সমর্থক লিখেন, ‘হ্যাজার্ড আসলে রিয়াল মাদ্রিদের ব্যাপারে তোয়াক্কা করে না।’
আরেকজনের ভাষ্য, ‘হ্যাজার্ড যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলে এটাই তার বড় প্রমাণ। সে কীভাবে চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ার পর এভাবে হাসতে পারে।’
২০১৯ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন হ্যাজার্ড। ২৭ ম্যাচে এই বেলজিয়ান তারকার গোল সংখ্যা মাত্র ৩। হ্যাজার্ড ২০১২ সালে লিল থেকে চেলসি যোগ দেন। নীল জার্সিতে ২৪৫ ম্যাচে ৮৫টি গোল করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status