বাংলারজমিন
২৫ বছরের অপেক্ষার অবসান
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
২০২১-০৫-০৬
পিরোজপুর কাউখালীতে ২৫ বছর পরের অপেক্ষার অবসান হলো ধীরেন তালুকদারের। থানা পুলিশ ও স্থানীয় শালিশ বৈঠকের মাধ্যমে পৈত্রিক সম্পত্তি ফিরে পেল ভুক্তভোগী পরিবারটির।
জানা যায়, উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মৃত মনীন্দ্র তালুকদারসহ তার দুই ভাই তাদের সম্পত্তি ১৯৯৫-৯৬ সালে ৬৯ শতাংশ জমি থেকে ৫৮ শতাংশ জমি নিলতী গ্রামের লতিফ খানের ছেলে খোকন খান, আবদুল গনি, সাহিদা বেগম এবং আনোয়ার মাষ্টারের কাছে বিক্রি করে। উক্ত জমির বাকি ১১ শতাংশ জমি তখন খোকন খানসহ তার ক্রয়কৃত জমির সঙ্গে বিক্রেতা মনীন্দ্র তালুকদার গংদের ওই দাগের সকল জমি ভোগদখল করতে থাকে। সম্প্রতি বিষয়টি মনীন্দ্র তালুকদার ও তার ভাইদের পুত্ররা তাদের বাবার বিক্রয়কৃত জমি বাদ দিয়ে বাকি জমি ফেরত পাওয়ার জন্য এলাকার গন্যমান্যদের স¦রনাপন্ন হন। বুধবার এলাকার গন্যমান্য ব্যক্তিগন শালিস মিমাংসার মাধ্যমে উক্ত জমির ওয়ারিশ ধীরেন তালুকদার, কমলেশ তালুকদার, সান্টু দাস, লিটন তালুকদারের নিকট তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেন।
জানা যায়, উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মৃত মনীন্দ্র তালুকদারসহ তার দুই ভাই তাদের সম্পত্তি ১৯৯৫-৯৬ সালে ৬৯ শতাংশ জমি থেকে ৫৮ শতাংশ জমি নিলতী গ্রামের লতিফ খানের ছেলে খোকন খান, আবদুল গনি, সাহিদা বেগম এবং আনোয়ার মাষ্টারের কাছে বিক্রি করে। উক্ত জমির বাকি ১১ শতাংশ জমি তখন খোকন খানসহ তার ক্রয়কৃত জমির সঙ্গে বিক্রেতা মনীন্দ্র তালুকদার গংদের ওই দাগের সকল জমি ভোগদখল করতে থাকে। সম্প্রতি বিষয়টি মনীন্দ্র তালুকদার ও তার ভাইদের পুত্ররা তাদের বাবার বিক্রয়কৃত জমি বাদ দিয়ে বাকি জমি ফেরত পাওয়ার জন্য এলাকার গন্যমান্যদের স¦রনাপন্ন হন। বুধবার এলাকার গন্যমান্য ব্যক্তিগন শালিস মিমাংসার মাধ্যমে উক্ত জমির ওয়ারিশ ধীরেন তালুকদার, কমলেশ তালুকদার, সান্টু দাস, লিটন তালুকদারের নিকট তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেন।