কলকাতা কথকতা

ভারত সরকারের বিজ্ঞান উপদেষ্টার হুঁশিয়ারি, আরও ভয়ঙ্কর তৃতীয় অভিঘাত আসছে 

বিশেষ সংবাদদাতা, কলকাতা   

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

কোভিডের আরও ভয়ঙ্কর তৃতীয় ঢেউ আসছে। হুঁশিয়ারি দিয়েছেন ভারত সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন।  বিজ্ঞান উপদেষ্টা জানিয়েছেন,  তৃতীয় ঢেউয়ের ভাইরাস আরও দ্রুত প্রসারণশীল হবে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে।  তবে কবে এই তৃতীয় ঢেউ আসতে পারে তার কোনো ইঙ্গিত তিনি দেননি।  রাঘবন বলেছেন,  মানবদেহে কোভিড ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় ভাইরাস দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে নতুন চরিত্র নিচ্ছে।  তৃতীয় এই ঢেউ সামলানোর জন্যে তিনি ব্যাপক টিকাকরণের ওপর জোর  দেন।  মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে বিজ্ঞানীরা একটা সুখের কথা জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউ যত তাড়াতাড়ি  ছড়িয়েছে ততটা দ্রুততার সঙ্গেই নিস্ক্রমিত হবে। মার্চের মাঝামাঝি এই দ্বিতীয় স্টেন্ট এসেছিলো।  মে’র মাঝামাঝি এর হাত থেকে নিষ্কৃতি পাবে ভারত।  বুধবার ভারতে একদিনে সর্বাধিক  চার লক্ষ ১২ হাজার ৭৬৪ জন আক্রান্ত হন। মৃত্যু হয়েছে তিন হাজার ৯৮০   জনের। পাঁচটি রাজ্যে মৃত্যু সব থেকে বেশি।  উত্তরপ্রদেশে ৩৫৭ জন, কর্নাটকে ৩৪৬ জন,  পাঞ্জাবে ১৮২ জন,  হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৪৭  জনের মৃত্যু হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status