দেশ বিদেশ

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাব

স্টাফ রিপোর্টার

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ১:১২ পূর্বাহ্ন

চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা। বুধবার 'উইঘুর দোপা দিবস’ উপলক্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে  ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়। একইসঙ্গে  উইঘুরদের প্রতি সংহতিও প্রকাশ করেন আলেম-ওলামারা। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জে কারখানার শ্রমিকরা টিশার্ট ও মাস্ক পরে বিক্ষোভ মিছিল করেন। দেশটিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তারা।

দোপা একটি ঐতিহ্যবাহী টুপি, যা উইঘুররা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য পালন এবং রক্ষার জন্য পরিধান করে। ৫ই মে  বিশ্বব্যাপী উইঘুর কমিউনিটি এই দিবস পালন করে থাকে। দিবসটি উপলক্ষে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ (ঢাকা মহানগর) আলোচনাসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাসেম কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা জাফরুল্লাহ খান।  আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আব্দুর রউফ ইউসূফী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের মুসলিমরা উইঘুর মুসলিমদের পাশে আছে। আপনারা সবাই অবগত যে জিনজিয়াংয়ে উইঘুরদের বিরুদ্ধে চীন সরকারের পদক্ষেপ জাতিসংঘের গণহত্যা সম্মেলনের সব বিধান লঙ্ঘন করেছে। প্রায় ২০ লাখ উইঘুর এবং অন্য সংখ্যালঘুদের বন্দিশিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে তাদের প্রতিহিংসা, যৌন নির্যাতন এমনকি জোরপূর্বক নির্বীজনও করা হচ্ছে।’

তারা আরও বলেন, ‘শিবিরগুলোতে উইঘুর বন্দিরা মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত, অমানবিক আচরণ এবং ভোগান্তি ও শাস্তির মধ্যে কারাভোগ করেন। উইঘুরের জন্মের হার কমে যাওয়ার বিষয়টিও দেখা গেছে। চীন জীবাণুমুক্তকরণ, গর্ভপাত এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করছে। চায়নিজ কমিউনিস্ট পার্টি শুধু উইঘুরদেরই নয়, তিব্বতি, চীনা ডেমোক্র্যাটস এবং মঙ্গোলীয় লোকদেরও হুমকি দিয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের সব মুসলিম দেশকে জিনজিয়াং অঞ্চলে চীনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি।’

আলেম-ওলামারা চীনা কমিউনিস্ট পার্টিকে উইঘুর গণহত্যা বন্ধ করার এবং বন্দিশিবির থেকে উইঘুরদের মুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া চট্টগ্রামে বাঁশখালীতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চীনা কর্তৃপক্ষের উদাসীনতার সমালোচনা করেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status