বাংলারজমিন
কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার
গোপালগঞ্জ প্রতিনিধি
২০২১-০৫-০৬
গোপালগঞ্জে অসহায় পথশিশু, মোটরযান শ্রমিক, প্রতিবন্ধীসহ নানা শ্রেণির মানুষকে খাদ্য সহায়তা করেছেন সুপার আয়েশা সিদ্দিকা। রাতের আঁধারে করোনায় কর্মহীন এই সব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেন তিনি। গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দেয়া খাদ্য সহায়তা পেয়ে খুশি এসব দরিদ্র পরিবার। খাদ্য সহায়তা প্রদানকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ছাড়াও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত দুইশ’ পরিবারের মাঝে এই মানবসেবা প্রদান করা হয়েছে।