বাংলারজমিন

শ্রীনগরে সময়মতো কাজ শেষ করতে না পারায় ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

২০২১-০৫-০৬

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে বিবন্দী-পাঁচলদিয়া-কাজীপাড়া প্রায় ২ কিলোমিটার এলজিইডি’র একটি রাস্তার সংস্কার কাজ ৩ বছরে শেষ করতে না পারায় ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। উপজেলা এলজিইডি অফিস জানিয়েছে, রাস্তাটির প্রাক্কলিত ব্যয় ১ কোটি ২ লাখ টাকা। ঠিকাদার কিছু কাজ করেছে। তবে কাজ পছন্দ না হওয়ায় তাকে কোনো বিল পরিশোধ করা হয়নি। শ্রীনগর ও লৌহজং উপজেলার সংযোগ সড়কটি এই অঞ্চলের প্রায় ১৫টি গ্রামের শত শত কৃষকের উৎপাদিত ফসল বিক্রি ও সংরক্ষণের জন্য সহজ একমাত্র রাস্তাটি তারা ব্যবহার করতে পারছে না। বেহাল রাস্তার কারণে কৃষকরা অতিরিক্ত খরচ করে ও সময় অপচয় করে অন্য রাস্তায় কৃষি পণ্য বাজারজাত করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার কারণেই মেসার্স মিজান এন্ড  ব্রাদার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার মো. মিজান শেখ রাস্তায় কচ্ছপ গতিতে কাজ করে রাস্তাটি বেহাল করে রাখে। স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা সংস্কার কাজ সম্পন্ন করার জন্য একাধিকবার  তাগিদ দেন। কিন্তু মিজান ৩ বছরেও কাজ সম্পন্ন করতে পারেনি। ঠিকাদারের গাফিলতির কারণে গত মঙ্গলবার বিকালে কাজ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা এলজিইডি প্রকৌশলী। স্থানীয়রা জানায়, মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তায় বড় আকারের বিছানো ভাসমান কংক্রিট যদি রোলার দিয়ে চাপা দেয়ার কাজটি করা হয়, তাহলে মানুষ বিশেষ প্রয়োজনে এই রাস্তায় অন্তত পায়ে হেঁটে চলাফেরা করতে পারবেন। গত ২০১৭ সালের সেপ্টেম্বরে ঠিকাদার মিজান রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু করে। গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কাজের মেয়াদকাল শেষ হয়। পুনরায় তিনি মুন্সীগঞ্জ জেলা এলজিইডি অফিসকে ম্যানেজ করে কাজের মেয়াদ বাড়িয়ে নেন। গত কয়েক মাস ধরে রাস্তায় কোনো কাজ করেনি। সংস্কার কাজ শুরুর পর থেকেই কাজের অগ্রগতি না থাকায় উপজেলা (এলজিইডি) প্রকৌশলী অফিস ৫ বার ও জেলা এক্সচেঞ্জ থেকে ১ বার তাগিদ দিয়ে চিঠি প্রদান করে মিজানকে। অপরদিকে গত কয়েক মাস আগে ঢাকার পিডি অফিস থেকেও কাজের অগ্রগতি সমন্ধে রাস্তা পরিদর্শন করা হয়। তারপরও মিজান  কোনো কাজ করেননি। কাজের তদারকির দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান। তিনিও দায়িত্বে থেকে কাজের বিষয়ে মিজানের সঙ্গে পেরে ওঠেননি। ঠিকাদার মিজান শেখ কারও কথার কর্ণপাত করেননি। ঠিকাদার মো. মিজান শেখের কাছে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে শ্রীনগর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মো. রাজিউল্লাহ বিবন্দী-পাঁচলদিয়া হয়ে কাজীপাড়া রাস্তার টেন্ডারটি বাতিলের সত্যতা স্বীকার করে বলেন, কাজের জন্য পুনরায় খুব শিগগিরই টেন্ডার হবে। বেহাল রাস্তায় মানুষের হাঁটা চলাফেরার লক্ষ্যে দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status