বাংলারজমিন

চাকরির প্রলোভনে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৯:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে তিন নারীকে শহরে এনে ১ বছর আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার বিকাল ৩টায় নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোড ফারুক কলোনির একটি ভাড়া বাসা থেকে র‌্যাব ৭ এর একটি টিম এই ৩ নারীকে উদ্ধার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যানুযায়ী এই দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর টিকিকারা গ্রামের আমজাদ আলীর ছেলে মো. আমির (৪৫)। জানা গেছে, এই সংঘবদ্ধ প্রতারকচক্র ভোলা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ৩ নারীকে চাকরি দেয়ার প্রলোভনে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর দীর্ঘ ১ বছর আটকে রেখে তাদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করেন। তারা চাকরির প্রলোভনে আরো অনেক নারীকে এনে এই পথে আসতে বাধ্য করেছেন বলে ঘটনাস্থলে র‌্যাবের কাছে স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোড ফারুক কলোনির মোজাম্মেলের বাসা থেকে ৩ নারীকে উদ্ধার ও ২ প্রতারককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাকরির প্রলোভনে ওই নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন বলে স্বীকার করেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status