বাংলারজমিন

জালালপুরে সম্পত্তি দখলে রাখতে ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৯:১৬ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের একটি পরিবারের সম্পত্তি দখলে রাখতে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। গতকাল সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শেখপাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. নিজামুল ইসলাম। তিনি জানান, তার প্রতিবেশী মৃত চমক আলীর মেয়ে রাজিয়া বেগম ও তার পরিবারের সদস্যরা তাদের সম্পত্তি দখলে নিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে চরমভাবে হয়রানি ও আর্থিক ক্ষতিসাধন করে যাচ্ছে রাজিয়ার পরিবার। লিখিত বক্তব্যে নিজামুল ইসলাম বলেন, ‘আমাদের পিতামহ মৃত আজিজ উল্লার তিন সন্তান হলেন, মরহুম রাশিদ উল্লাহ, রইছ উল্লাহ এবং রমিজ উল্লাহ। আমাদের বাড়িতে মোট ৪৮ শতক ভূমি রয়েছে। এ ভূমি আমরা তিনটি পরিবার ১৬ শতক করে প্রায় ১৫০ বছর যাবত একই বাড়িতে ভোগদখল করে আসছি। আমার দাদা রইছ উল্লাহ মারা যাওয়ার পর রাজিয়া বেগমের দাদা রাশিদ উল্লাহ এবং আজিজ উল্লার আরেক ছেলে রমিজ উল্লাহর নামে ভুলবশত এসএ দাগে বাড়ির পুরো অংশটুকুও রেকর্ড হয়ে যায়। ২০০৪ সালের মাঠ জরিপে এসে বিষয়টি ধরা পড়ে। তখন সেটেলম্যান্ট জরিপের লোকজন দেখতে পান রইছ উল্লাহর নামে কোনো ভূমি রেকর্ড নেই। তারা তখন মাঠ পরচায় রইছ উল্লার ছেলে অর্থাৎ আমার বাবা মোবারক আলীর নামে এককভাবে ১৬ শতক ভূমি রেকর্ড করে দেন। তাই বর্তমান মাঠ জরিপ ও প্রিন্ট পরচায় আমাদের নাম অন্তর্ভুক্ত হয়। নিজাম বলেন, ‘রাজিয়া বেগমের পিতা চমক আলীর নিকট থেকে আমার পিতা মোবারক আলী সোয়া শতক ভূমি ক্রয় করেন। ভূমি জোরপূর্বক দখলে রাখতে চায় রাজিয়া বেগম। আমরা বাধ্য হয়ে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। দাঙ্গাবাজ ও লোভী রাজিয়া বেগম ও তার সহযোগীদের হাত থেকে রেহাই পেতে নিজামুল ইসলাম ও তার পরিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status