বাংলারজমিন
পাকুন্দিয়ায় ৩ যুবকের সাজা ভ্রাম্যমাণ আদালতে
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৫-০৬
মাদক দ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার মির্জাপুর গ্রামের লাল মিয়ার ছেলে ছোটন মিয়া (৩২)কে দুই বছর, একই গ্রামের ইছাম উদ্দিনের ছেলে মোস্তাকিম (২৭) ও হেলাল উদ্দিনের ছেলে আল আমিন (২৬)কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছোটন মিয়াকে দুই বছর কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোস্তাকিম ও আল আমিনকে ছয় মাস করে কারাদণ্ড ও দুইশত পঞ্চাশ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাদের সবাইকে গতকাল বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছোটন মিয়াকে দুই বছর কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোস্তাকিম ও আল আমিনকে ছয় মাস করে কারাদণ্ড ও দুইশত পঞ্চাশ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাদের সবাইকে গতকাল বিকালে কারাগারে পাঠানো হয়েছে।