খেলা

পেছনে তাকাতে চান না সৌম্য

স্পোর্টস রিপোর্টার

৫ মে ২০২১, বুধবার, ৮:৩১ অপরাহ্ন



সবশেষ নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ছিলেন সৌম্য সরকার। সেখানে তিন ওয়ানডেতে একটি ফিফটি হাঁকান তিনি। সমান তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রথমটিতে ১, দ্বিতীয় ম্যাচে ৩২ ও শেষটিতে ০ রানে আউট হন সৌম্য। দেশে ফিরে এসে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে দলে জায়গা হয়নি তার। এই মাসের শেষ সপ্তাহে দেশের মাটিতে লঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এরই মধ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে আছেন দলের এই প্রতিভাবান ব্যাটসম্যানও। গত তিনদিন ধরেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন সৌম্য। মূল স্কোয়াডে জায়গা পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত করছেন নিজেকে। তাই পিছনের দিকে তিনি তাকাতে চান না তিনি। এক ভিডিও বার্তায় সৌম্য সরকার বলেন, ‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচ গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে চিন্তা করাই ভালো। তো সামনে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজ আছে, সেখানে আগেরগুলো ভুলে গিয়ে নতুন করে পারফর্ম করে আবার হোম সিরিজ হোমেই থেকে যাবে। আমরা আশাবাদী হোম সিরিজে সবাই ভালো করবে।’

আইসিসির ওয়ানডে লীগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা হয়েছে। আগামী ১৬ই মে বাংলাদেশে আসবে লঙ্কানরা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের মিশন শুরু আগামী ২৩শে মে। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮শে মে। এই সিরিজে জয়ে চোখ রাখলেও প্রতি ম্যাচ ধরে এগিয়ে যেতে চায় বাংলাদেশ দল। সবশেষ ঘরের মাঠে এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সেই ধারবাহিকতা ধরে রাখতে ব্যক্তিগতভাবে সবাইকে ভালো করতে হবে বলে তাগিদ দিলেন সৌম্য সরকার। তিনি বলে, ‘সব সময়ই যখন আমরা মাঠে নামি জেতার জন্যই নামি। এবারও চেষ্টা করবো আমরা। চেষ্টা থাকবে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ। আশা করবো যে তিনটি ম্যাচই আমরা খুব ভালোভাবে খেলবো এবং তার থেকে বড় কথা যে, মাঠে ক্রিকেটটা খুব ভালো খেলা। সব দিকটা যেন সবার ভালো হয় এদিকে দৃষ্টি থাকবে। আমার মনে হয়, শ্রীলঙ্কায় যারা টেস্ট ম্যাচ খেলেছে, যারা ব্যাটিং করেছে, বোলিং করেছে এখানে যদি ওভাবে বোলিংয়ের লাইন-লেংথ ঠিক করে বা ব্যাটিংয়ের সবকিছু শতভাগ দিতে পারে তাহলে সেটি ভালো হবে।’

অন্যদিকে এবার দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন না সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ছুটিতে ছিলেন তিনি। সাকিবের মতো আইপিএল খেলার জন্য ছুটি নিয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। এই দুই ক্রিকেটারকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে পাচ্ছে বাংলাদেশ দল। দেশের সেরা দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়ে সৌম্য বলেন, ‘সাকিব ভাই ফিরলে সবসময়ই দুইটা (ব্যাটিং-বোলিং) দিক পাওয়া যায়। এটা দলের জন্য বড় একটা সাইট। আর মোস্তাফিজকে আমরা দেখলাম যে আইপিএলে খুব ভালো করছে। তো অবশ্যই এটিও দলের জন্য অনেক ভালো হবে যে তারা একসঙ্গে কামব্যাক করছে এবং দুজনেই অনেক ভালোভাবে সিরিজটা সম্পন্ন করবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status