খেলা

সিটির ‘ইউসিএল ভাগ্য’ দেখছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৮:১০ অপরাহ্ন

ম্যাচে ১-০ গোলে হারলেও সমস্যা ছিল না তাদের। তবে জয় দিয়েই ফাইনালে পা রাখলো সিটিজেনরা। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগের (ইউসিএল) ফাইনালে পৌঁছলো ম্যানচেস্টার সিটি। আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে জয় শেষে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিততে হয়তো ভাগ্যও লাগে। এবার সিটিকে নিয়ে আশাবাদী।’
মঙ্গলবার সেমিফাইনাল দ্বিতীয় লেগে নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে ফরাসি জায়ান্টদের পরিষ্কার ২-০ গোলে হারায় ম্যান সিটি। প্যারিসে প্রথম লেগে নেইমার-ডি মারিয়াদের হতাশায় ডুবিয়ে ২-১ গোলে জিতেছিল সফরকারী সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে পরিষ্কার ৪-১ গোলের অগ্রগামিতা ম্যানচেস্টার সিটির। এদিন দুটি গোলই করেন রিয়াদ মাহরেজ। প্যারিসে প্রথম লেগেও ফ্রি কিক থেকে সিটির জয়সূচক গোলটি করেন এ আলজেরিয়ান মিডফিল্ডার। ইতিহাদে ম্যাচের ৬৯তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় পিএসজি। সাইডলাইনের বাইরে অকারণে সিটির ব্রাজিলিয়ান তারকা ফার্নানদিনহোর পায়ে পারা দিয়ে লাল কার্ড দেখেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম ইংল্যান্ডের কোনো দল এক আসরে ১১ ম্যাচ জিতল। পাঁচ জয় ও এক ড্রয়ে গ্রুপ পর্ব পার করা সিটি নকআউট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে। আগামী ২৯শে মে ইস্তাম্বুলে হবে এবারের ফাইনাল।
২০১২ সালে বার্সেলোনা ছাড়ার পর প্রথমবার চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওঠা স্প্যানিয়ার্ড কোচ গার্দিওলা আশাবাদী। আসরের তিনবারের শিরোপাজয়ী কোচ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একটা চ্যাম্পিয়নস লীগ জিতেছিল কারণ জন টেরি পিছলে পড়ে গিয়েছিল (২০০৮), বায়ার্নের বিপক্ষে আরেকটা জিতেছিল একেবার শেষ মুহূর্তে (১৯৯৯), রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকোর বিপক্ষে (২০১৪) চ্যাম্পিয়নস লীগ জিতেছিল ৯৩ মিনিটের একটা গোলে। আসলে প্রতিযোগিতাটা এতটাই কঠিন। মাঝে মাঝে মনে হয় ভাগ্যও এর সঙ্গে থাকে, আকাশের চাঁদ-তারাও যুক্ত থাকে এসব ঘটনার সঙ্গে।’
ম্যানচেস্টারে ৫৬ শতাংশ বল দখলে রেখেও পিএসজির ছিল ছন্দহীন। ম্যাচে ১৪টি শট নেয় মাউরিসিও পচেত্তিনোর দল, তবে একটিও লক্ষ্যে ছিল না। অপরদিকে ৪৪ শতাংশ বল দখলে রেখে মোট ১২টি শটের ৫টি লক্ষ্যে রাখে ম্যান সিটি। ম্যাচের ষষ্ঠ মিনিটে সিটির সার্বিয়ান তারকা আলেকসান্দার জিনচেঙ্কোর হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত পাল্টালে স্পটকিকের সুযোগ নিতে পারেনি নেইমাররা। এর পাঁচ মিনিট পর এগিয়ে যায় ম্যান সিটি। একাদশ মিনিটে অধিনায়ক কেভিন ডি ব্রুইনার শট মার্কিনিয়োসের পায়ে লেগে ডান দিকে চলে যায়। ছুটে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মাহরেজ। ৯ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল খেয়ে বসে পিএসজি। তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফডেনের ক্রসে দ্বিতীয় গোল আদায় করেন মাহরেজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status