খেলা

সৌরভদের বিরুদ্ধে ১০০০ কোটির মামলা

স্পোর্টস ডেস্ক

৫ মে ২০২১, বুধবার, ৪:৪৮ অপরাহ্ন

আইপিএল স্থগিত করতে হয়েছে করোনার কারণে। এবার করোনার মধ্যে আইপিএল আয়োজন করায় ১০০০ কোটি রুপির জনস্বার্থ মামলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে। মামলাটা বোম্বে (মুম্বাই) হাইকোর্টে দায়ের করেছেন আইনজীবী বন্দনা শাহ। ভারতজুড়ে যখন করোনাভাইরাস প্রতিদিন অগণিত মানুষকে আক্রান্ত করছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, বড় বড় শহরের হাসপাতালে শয্যাসংকটে যখন সাধারণ চিকিৎসাটুকুও মানুষ পাচ্ছে না, অক্সিজেনের অভাব, নিবিড় পরিচর্যা কেন্দ্রের অভাব যখন ভারতজুড়ে হাহাকারের জন্ম দিয়েছে, ঠিক তখন বিসিসিআই কর্তারা কীভাবে আইপিএলের মতো একটা আনন্দ-আয়োজন চালিয়ে যেতে পারলেন, মামলার বিষয় এটিই।

মামলার আরজিতে বলা হয়েছে, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী যেন ১০০০ কোটি রুপি করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবায় ব্যয় করেন। এই টাকা দিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র তৈরি, অক্সিজেনের ঘাটতি মেটানো ও ওষুধ বা টিকার পেছনে ব্যয় করতে বলা হয়েছে।

এই জনস্বার্থ মামলা দায়ের করে বন্দনা শাহ নিজের ক্ষোভ উড়রে দিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই বিসিসিআই ও এর কর্মকর্তারা খুব অহংকারী। নিজেদের অনেক কিছু ভাবেন। তাঁদের যেন কোনো কিছুতেই কিছু যায়-আসে না। করোনায় যখন হাজার হাজার মানুষ দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তখন এই বিসিসিআইয়ের কর্তারা চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গেছেন। এটা রীতিমতো মানবিক আচরণের পরিপন্থী। বিসিসিআই কর্তাদের যদি ন্যূনতম দায়িত্ববোধ ও মানবপ্রেম থাকত, তাহলে তাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতেন। তাঁদের এখন ১০০০ কোটি রুপি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন সুবিধা তৈরিতে ব্যয় করতে হবে। একই সঙ্গে তাঁদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

করোনায় ভারতের জেরবার অবস্থায় কেন আইপিএল হচ্ছে-এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। মজার ব্যাপার হচ্ছে, আইপিএল নিয়ে সাবেক কিংবা বর্তমান কোনো ভারতীয় ক্রিকেটারই কোনো টুঁ শব্দ করেননি। এটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিদেশি ক্রিকেটাররাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status