বিনোদন
‘অমানুষ’র পোস্টারে রহস্যময় নিরব-মিথিলা
স্টাফ রিপোর্টার
২০২১-০৫-০৫
প্রথমবার জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও মডেল-অভিনেত্রী
রাফিয়াথ রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার নাম ‘অমানুষ’। ঘোষণার পর থেকেই সিনেমাটিকে ঘিরে দর্শকমহলে আলাদা আগ্রহ বিরাজ করছে। এবার সেই আগ্রহের মাত্রাটা আরও বেড়ে গেলো পোস্টার প্রকাশের মাধ্যমে। গতকাল রাতে প্রকাশ করা ছবির প্রথম পোস্টারে দেখা গেছে, নিরবের মাথায় কদম ছাট চুল। গলায় তাবিজ ঝুলানো, চেহারায় ভয়ঙ্কর ছাপ। ঠিক যেনো গহীন জঙ্গলের ভয়ংকর বনদস্যু। অপর দিকে পিস্তল হাতে নিরবের পেছনে দাঁড়িয়ে আছেন মিথিলা, চোখে মুখে রহস্যময় তীক্ষ্ণ চাহনি!
এরই মধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে পোস্টারটি যেমন উৎসাহের সৃষ্টি করেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে কৌতুহল। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার অধিকাংশ দৃশ্যায়নের কাজও শেষ হয়েছে বলে জানা গেছে। নিরব-মিথিলা ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নওশাবা, শাহেদ আলী প্রমুখ।
রাফিয়াথ রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার নাম ‘অমানুষ’। ঘোষণার পর থেকেই সিনেমাটিকে ঘিরে দর্শকমহলে আলাদা আগ্রহ বিরাজ করছে। এবার সেই আগ্রহের মাত্রাটা আরও বেড়ে গেলো পোস্টার প্রকাশের মাধ্যমে। গতকাল রাতে প্রকাশ করা ছবির প্রথম পোস্টারে দেখা গেছে, নিরবের মাথায় কদম ছাট চুল। গলায় তাবিজ ঝুলানো, চেহারায় ভয়ঙ্কর ছাপ। ঠিক যেনো গহীন জঙ্গলের ভয়ংকর বনদস্যু। অপর দিকে পিস্তল হাতে নিরবের পেছনে দাঁড়িয়ে আছেন মিথিলা, চোখে মুখে রহস্যময় তীক্ষ্ণ চাহনি!
এরই মধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে পোস্টারটি যেমন উৎসাহের সৃষ্টি করেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে কৌতুহল। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার অধিকাংশ দৃশ্যায়নের কাজও শেষ হয়েছে বলে জানা গেছে। নিরব-মিথিলা ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নওশাবা, শাহেদ আলী প্রমুখ।