বাংলারজমিন

গৃহকর্মীকে ধর্ষণ, সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

৫ মে ২০২১, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে আলোচিত গৃহকর্মী ধর্ষণ ঘটনার মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমজাদ মাহমুদ নিলয় (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। (মঙ্গলবার) তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, আব্দুল মাজেদ (৫৪) ও শাহানাজ বেগম (৪৫) দম্পতি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত। তারা ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশফী গ্রামের বাসিন্দা। চাঁদপুর ওয়ারলেছ বাজার সিরাজ বরকান্দাজ এর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
জানা যায়, ধর্ষিতা গৃহকর্মী তাদের একই গ্রামের মানসিক রোগীর কন্যা। তার মা অন্যত্র বিবাহ করে চলে যান। দীর্ঘ ৪ বৎসর যাবৎ এই দম্পতি তাকে দিয়ে বাসার কাজ করিয়ে আসছিল। এই চার বছরে তারা ধর্ষিতার কোন টাকা-পয়সা পরিশোধ করেনি।

লকডাউনের সময় বাবা-মা কর্মস্থলে চলে গেলে তাদের ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আমজাদ মাহমুদ নিলয় (২১) গৃহকর্মীকে ১ বছর যাবৎ বাসায় একা পেয়ে ধর্ষণ করে আসছিল।
ভিকটিম বিষয়টি আব্দুল মাজেদ দম্পতিকে অবহিত করলেও তারা বিষয়টি কর্ণপাত না করে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে।
সর্বশেষ গত ১৪ই এপ্রিল দুপুর ১২টার সময় আব্দুল মাজেদ দম্পতি অফিসে চলে গেলে এই সুযোগে তাদের পুত্র আমজাদ মাহমুদ নিলয় (২১) ভিকটিমকে আবারও ধর্ষণ করে। ভিকটিম সর্বশেষ ঘটনার বিষয়টি আব্দুল মাজেদ দম্পতিকে জানিয়ে প্রতিকার চাইলে শাহনাজ বেগম ও তার ছেলে আমজাদ মাহমুদ নিলয় ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভিকটিম তাদের দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে গত ৩০শে এপ্রিল আত্মহত্যার উদ্দেশ্যে আব্দুল মাজেদ দম্পতির বাসা  থেকে বের হয়।
বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে এবং তার কাছ থেকে বিষয়টি পুরোপুরি অবহিত হয়। পরে ঐ দিন শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু করে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status