বিশ্বজমিন
সমুদ্রবিরোধ নিয়ে আলোচনায় বসছে লেবানন ও ইসরাইল
মানবজমিন ডেস্ক
২০২১-০৫-০৪
সমুদ্রসীমা নিয়ে চলমান বিরোধ নিরসনে আলোচনা পুনরায় চালু করতে যাচ্ছে লেবানন ও ইসরাইল। ভূমধ্যসাগরের গ্যাস সমৃদ্ধ এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। গত বছরও আলোচনায় বসেছিল দুই দেশ। তবে শেষ পর্যন্ত তাতে কোনো সমাধান আসেনি। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, ওই আলোচনায় লেবানন সমুদ্রের বিশাল অংশ নিজের দাবি করেছিল। এরমধ্যে কারিশ গ্যাসক্ষেত্রসহ বেশ কিছু সম্পদেপূর্ন স্থান রয়েছে। বর্তমানে এখানে গ্যাস অনুসন্ধান করছে ইসরাইল। লেবানন এখন অতিরিক্ত ৩৩০ বর্গমাইলের নিয়ন্ত্রণ দাবি করছে। ২০১১ সাল থেকে এর জন্য লড়ছে দেশটি।
গতবারের আলোচনা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই নতুন আলোচনা শুরু হবে বলে জানিয়েছে একটি সূত্র। ইসরাইল যে সীমানা নির্ধারণ করেছে তা মানতে নারাজ লেবানন। আবার লেবানন যে দাবি করছে, ইসরাইল সেটিও মানছে না বলে জানিয়েছে সূত্রটি।